ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

নওগাঁয় মোটরসাইকেলে ট্রাকের ধাক্কা, প্রাণ গেল ৩ রং মিস্ত্রির 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৫ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২৪
নওগাঁয় মোটরসাইকেলে ট্রাকের ধাক্কা, প্রাণ গেল ৩ রং মিস্ত্রির 

নওগাঁ: নওগাঁর মান্দা উপজেলায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলে থাকা তিন রং মিস্ত্রি নিহত হয়েছেন।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার বাঁকাপুর এলাকায় দেলুয়াবাড়ী-চৌবাড়ীয়াহাট আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জেলার মহাদেবপুর উপজেলার ফাজিলপুর গ্রামের মাজেদ আলীর ছেলে শাকিল হোসেন, একই উপজেলার কালুশহর গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে জাহিদুল ইসলাম ও মান্দা উপজেলার সতিহাট এলাকার নুর আলম।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শাকিল, জাহিদ ও নুর আলম রং মিস্ত্রি হিসেবে কাজ করতেন। মঙ্গলবার কাজ শেষ করে মান্দা উপজেলার চৌবাড়িয়াহাট এলাকা থেকে একটি মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন তারা। পথে বাঁকাপুর এলাকায় দ্রুতগামী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়েন তারা। এসময় চালক ট্রাকটি তাদের ওপর দিয়ে চালিয়ে পালিয়ে যান। এতে ঘটনাস্থলেই শাকিলের মৃত্যু হয়। পরে স্থানীয়রা গুরুতর অবস্থায় জাহিদ ও নুর আলমকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে তাদেরও মৃত্যু হয়।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনছুর রহমান বলেন, খবর পেয়ে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে।  

বাংলাদেশ সময়: ০৯২৭ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২৪
এসআই

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।