মানিকগঞ্জ: মাঝ পদ্মা নদীতে কুয়াশার তীব্রতা বেড়ে যাওয়ায় মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে দীর্ঘ সাড়ে ৯ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ রাখা হয়। কুয়াশা কমার পর পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে।
বুধবার (১১ ডিসেম্বর) সকাল সাড়ে ৯ টার দিকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে এমন তথ্য নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।
পদ্মা নদীর কাছাকাছি আটকে থাকা ফেরি গৌরী তীরে এসে নোঙর করে এবং যাত্রী ও যানবাহন আনলোড করেছে। উভয় ঘাট এলাকায় অপেক্ষায় থাকা যানবাহনগুলো সিরিয়াল অনুযায়ী নৌপথ পার করা হচ্ছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) পাটুরিয়া ঘাট পয়েন্টের বাণিজ্য বিভাগের এজিএম আব্দুস সালাম বলেন, বুধবার (১১ ডিসেম্বর) রাত ১২ টার দিকে হঠাৎ করেই পদ্মা নদীতে কুয়াশার চাদরে ঢেকে যায় পুরো নৌপথ। ফেরিতে থাকা দিক নির্দেশনা বাতি (মার্কিং) আলো অস্পষ্ট হয়ে আসে। দুর্ঘটনা এড়াতে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় এ রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। কুয়াশার ঘনত্ব কমে গেলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়।
বর্তমানে এ রুটে ছোট-বড় ১২টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে এবং দৌলতদিয়া প্রান্তে ছয়টি ফেরি রয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১১৩৪ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২৪
এসআইএস