ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

দুর্নীতির অভিযোগে শাস্তি পেলেন এসপি নিহার রঞ্জন

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২২ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২৪
দুর্নীতির অভিযোগে শাস্তি পেলেন এসপি নিহার রঞ্জন

ঢাকা: অসদাচরণ ও দুর্নীতির অভিযোগ প্রমাণ হওয়ায় শাস্তি পেলেন রাজশাহী রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত পুলিশ সুপার নিহার রঞ্জন হাওলাদার। শাস্তি হিসেবে তাকে আগামী ১ বছরের জন্য বেতন গ্রেডের নিম্নতর ধাপে 'অবনমিতকরণ' এর দণ্ড প্রদান করা হয়েছে।

একইসঙ্গে ভবিষ্যতে তার এ বেতন সমন্বয় করা হবে না বলেও জানানো হয়েছে৷

বুধবার (১১ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে৷ এতে সই করেছেন

প্রজ্ঞাপনে বলা হয়েছে, নিহার রঞ্জন হাওলাদার , পুলিশ সুপার, রাজশাহী রেঞ্জ ডিআইজি অফিসে সংযুক্ত আগে বিশেষ পুলিশ সুপার, সিআইডি, ঢাকা হিসেবে কর্মরত থাকাকালে ২০১৮ সালে মার্চ মাসের প্রথম দিকে ঢাকাস্থ সেগুনবাগিচা এলাকার একটি হোটেলে বসে অভিযোগকারী মো. আঃ রহিম গং-কে পটুয়াখালী জেলার মহিপুর থানাধীন কুয়াকাটায় অবস্থিত বেদখলীয় জমি দখল করে দেওয়ার সিদ্ধান্ত অনুসারে তার নিজ বাসার গৃহশিক্ষকের উপস্থিতিতে অভিযোগকারী ও অভিযোগকারীর ছেলে মো. আমিনুল ইসলামের কাছ থেকে ৫ লাখ টাকা এবং ১০ শতাংশ জমি তার অনুকূলে হস্তান্তরের দাবি করেন।

পরবর্তীতে তার সোনালী ব্যাংক লিমিটেড, মালিবাগ শাখা, ঢাকার হিসাব নম্বর-১৬১৩৯০১০১৪৩৯৩-এর অনুকূলে ২০১৮ সালের ২১ মার্চ সোনালী ব্যাংক লিমিটেড, কোর্ট বিল্ডিং শাখা, বরগুনায় অভিযোগকারী কর্তৃক নগদ জমাকৃত ৩ লাখ টাকা এবং ৪ এপ্রিল ওই ব্যাংক হিসাবে ২ লাখ টাকা প্রতারণামূলকভাবে গ্রহণপূর্বক আত্মসাৎ করা, ২০১৮ সালের ২২ মার্চ কুয়াকাটাস্থ বনানী প্যালেস নামক হোটেলে অবস্থানকালে সন্ধ্যার দিকে মহিপুর থানার ওসি মো. মিজানুর রহমানকে ডেকে নিয়ে অভিযোগকারীর পক্ষে বেদখলীয় জমি দখল করে দেওয়ার জন্য তার ওপর চাপ সৃষ্টি এবং গত ৪ এপ্রিল ঘটনার ৭-৮ দিন পর বরগুনা গিয়ে অভিযোগকারীসহ অন্যদের সঙ্গে সাক্ষাৎ করে এম আলী হোটেলে খাবার গ্রহণ করার অভিযোগে গত ২০২৩ সালের ৫ নভেম্বর তার বিরুদ্ধে ০০৮/২০২৩ নং বিভাগীয় মামলা করে কারণ দর্শানো হয়৷

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, যেহেতু, তিনি সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর বিধি অনুযায়ী লিখিত বক্তব্য/জবাব দাখিলের জন্য সময় বৃদ্ধিরও কোনো আবেদন না করায় ২০২৪ সালের ১ এপ্রিল সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮ এর ৭(২)(ঘ) বিধি মোতাবেক কুসুম দেওয়ান ডিআইজি, সিআইডি, ঢাকা-কে আহ্বায়ক করে ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত বোর্ড গঠন করা হয়৷

এতে আরও বলা হয়েছে, যেহেতু ৩ সদস্য বিশিষ্ট গঠিত তদন্ত বোর্ড সব বিধি বিধান প্রতিপালনপূর্বক সরেজমিনে তদন্ত করে ২০২৪ সালের ২৫ জুলাই ৬১৯ নং স্মারকমূলে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। যেখানে তার বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮ বিধিমালার ৩(খ) ও ৩ (ঘ) বিধি অনুসারে যথাক্রমে 'অসদাচরণ' ও 'দুর্নীতি পরায়ণতা'-এর অভিযোগ প্রমাণ হয়েছে মর্মে উল্লেখ করা হয়েছে।

পরবর্তীতে তাকে ২০২৪ সালের ১৭ সেপ্টেম্বর দ্বিতীয় কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয় এবং এতে আরও বলা হয়েছে,  তিনি দ্বিতীয় কারণ দর্শানোর নোটিশের জবাব দাখিল করেন৷ সেহেতু, নিহার রঞ্জন হাওলাদার পুলিশ সুপার, রাজশাহী রেঞ্জ ডিআইজি অফিসে সংযুক্ত আগে বিশেষ পুলিশ সুপার, সিআইডি, ঢাকা-এর বিরুদ্ধে আনীত অভিযোগ, দ্বিতীয় কারণ দর্শানোর জবাব, তদন্ত প্রতিবেদন এবং অন্যান্য দলিলপত্রাদি পর্যালোচনায় তার বিরুদ্ধে আনীত অসদাচরণ' ও 'দুর্নীতি পরায়ণতা'-এর অভিযোগ প্রমাণ হওয়ায় সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর ৪(২) এর উপ-বিধি (১) (ঘ) অনুযায়ী তাকে 'আগামী ১ বৎসরের জন্য বেতন গ্রেডের নিম্নতর ধাপে অবনমিতকরণ'-এর দণ্ড প্রদান করা হলো এবং ভবিষ্যতে এ বেতন সমন্বয় করা হবে না৷ জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২৪

জিসিজি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।