ফেনী: ফেনীতে নিখোঁজ হওয়ার চারদিন পর ডোবা থেকে আহনাফ আল নাঈম (১০) নামে একটি শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকেলে ফেনী পৌর এলাকার দেওয়ানগঞ্জে পরিত্যক্ত ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহতের পরিবার জানায়, আহনাফ গত সোমবার বিকেলে প্রাইভেট পড়ার জন্য বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনি। অনেক খুঁজেও না পেয়ে থানায় নিখোঁজ ডায়েরি করে পরিবার। এরপর মাঠে নামে পুলিশ। অবশেষে চারদিন পর ডোবায় তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।
বিকেলে সংবাদ সম্মেলনে ফেনীর পুলিশ সুপার হাবিবুর রহমান জানান, শিশুটিকে অপহরণের পর হত্যা করে মরদেহ ডোবায় ফেলে দেওয়া হয়। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। তারা হত্যায় জড়িত বলে প্রাথমিকভাবে জানা গেছে।
বাংলাদেশ সময়: ০০২৭ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২৪
এসএইচডি/এসআই