ঢাকা: ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বিএনপির স্থায়ী বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান ও জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহেরের সঙ্গে বৈঠক করেছেন। রোববার (১৫ ডিসেম্বর) তাদের সঙ্গে এই বৈঠক হয়।
ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। উভয় পক্ষ পারস্পরিক বিষয় নিয়ে মতবিনিময় করেন।
এছাড়া রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ড. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের সঙ্গে সাক্ষাৎ করেন। তারা উভয়ে বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন।
বাংলাদেশ সময়: ২০১১ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২৪
টিআর/জেএইচ