গোপালগঞ্জ: গোপালগঞ্জ সদর উপজেলার গোপিনাথপুর এলাকায় তেলের ট্যাংকারের ধাক্কায় শ্যালো ইঞ্জিনচালিত নসিমনের হেলপার বায়েজদ খান (১৪) নিহত হয়েছে। এ সময় চালকসহ আহত হয়েছেন দুজন।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকাল ১০টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বায়েজদ খান গোপীনাথপুর উত্তরপাড়া গ্রামের মারুক খানের ছেলে।
কাশিয়ানী হাইওয়ে পুলিশের পরিদর্শক আবুল হাসেম মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি জানান, সকালে গোপিনাথপুর এলাকায় খুলনাগামী তেলের একটি ট্যাংকার মাটি বহনকারী নসিমনকে পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে নসিমন চালকের সহযোগী (হেলপার) বায়েজিদসহ তিনজন আহত হন। তাদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে বায়েজিদকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২৪
এসআরএস