ঢাকা: অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বুধবার (১৮ ডিসেম্বর) ব্যাংককে যাচ্ছেন। সেখানে তিনি মিয়ানমারের চলমান পরিস্থিতি নিয়ে আয়োজিত এক বৈঠকে যোগ দেবেন।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) ছয় দেশের পররাষ্ট্রমন্ত্রীদের নিয়ে থাইল্যান্ড সরকার আগামী ১৯ ডিসেম্বর এই বৈঠকের আয়োজন করেছে নিশ্চিত করেছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র।
সূত্র জানায়, মিয়ানমারের উদ্ভূত পরিস্থিতি পর্যালোচনা এবং সীমান্তবর্তী দেশগুলোর করণীয় নিয়ে জরুরি বৈঠকের আয়োজন করেছে থাইল্যান্ড।
ব্যাংককে অনুষ্ঠেয় বৈঠকে বাংলাদেশ ছাড়াও মিয়ানমার, ভারত, চীন, লাওস ও কম্বোডিয়াকে রাখা হয়েছে। বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ওই বৈঠকে যোগ দিচ্ছেন।
বুধবার বৈঠকে যোগ দিতে ঢাকা ত্যাগ করবেন উপদেষ্টা। তিনি আগামী শুক্রবার (২০ ডিসেম্বর) ঢাকায় ফিরবেন।
বৈঠকে মূলত মিয়ানমারের সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনা হবে। মিয়ানমারের চলমান অস্থিরতাকে কেন্দ্র করে মানবপাচার, চোরাচালান, মাদকসহ নানাবিধ অপরাধ বেড়ে চলেছে। এসব বিষয় আলোচনায় থাকবে বলে ধারণা করা হচ্ছে।
এছাড়াও পররাষ্ট্র উপদেষ্টা রোহিঙ্গা ইস্যুতে বক্তব্য রাখবেন বলে আশা করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২৪
টিআর/এসআইএস