ঢাকা, বুধবার, ৩ পৌষ ১৪৩১, ১৮ ডিসেম্বর ২০২৪, ১৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সিলেটে এক কোটি ২৮ লাখ টাকার চোরাইপণ্য জব্দ

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০০ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২৪
সিলেটে এক কোটি ২৮ লাখ টাকার চোরাইপণ্য জব্দ

সিলেট: সিলেটের বিভিন্ন সীমান্ত দিয়ে চোরাই পথে আনা বিপুল পরিমাণ ভারতীয় পণসামগ্রী জব্দ করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় পরিত্যক্ত অবস্থায় এসব চোরাই মালামাল উদ্ধার করে বিজিবি।

বুধবার (১৮ ডিসেম্বর) বিজিবি সিলেট ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানা গেছে, মঙ্গলবার ও বুধবার (১৭ ও ১৮ ডিসেম্বর) সিলেট এবং সুনামগঞ্জের সীমান্তবর্তী বাংলাবাজার, সোনালীচেলা, মিনাটিলা, দমদমিয়া, সোনারহাট, উৎমা, তামাবিল, নোয়াকোট, প্রতাপপুর, সংগ্রাম, কালাইরাগ, কালাসাদেক, বিছনাকান্দি, পান্থুমাই, লবিয়ার বিওপি’র জওয়ানরা অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় সানগ্লাস, প্রসাধনী, কমলা, চিনি, গরু, শীতের কম্বল, গরুর মাংস, মদ, ফেনসিডিল, বিড়ি, বিয়ার এবং বাংলাদেশ থেকে পাচারকালে বিপুল পরিমাণ রসুন, শিং মাছ চোরাচালানের মাল পরিবহনে মোটরসাইকেল ও বারকি নৌকা জব্দ করা হয়। আটক মালামালের আনুমানিক মূল্য ১ কোটি ২৮ লাখ ৪৫ হাজার ৪৬০ টাকা বলে জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৭৫৯ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২৪
এনইউ/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।