গাজীপুর: গাজীপুরের শ্রীপুর উপজেলার বেড়াইদেরচালা এলাকায় বসতবাড়িতে আগুন লেগে ২০টি ঘর পুড়ে গেছে।
রোববার (২২ ডিসেম্বর) বিকেল পৌনে ৫টার দিকে এ আগুনের সূত্রপাত হয়।
শ্রীপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক মাহমুদুল হাসান জানান, শ্রীপুর উপজেলার বেড়াইদেরচালা এলাকায় সিদ্দিকুর রহমান, মজিবুর রহমান, মিজান ও সাইদুরের টিনশেডের ৪টি বাসাবাড়িতে আগুন লাগে।
খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এরই মধ্যে ওই ৪টি বসতবাড়ির ২০টি ঘর ও আসবাবপত্র পুড়ে গেছে।
বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়। এতে আনুমানিক ২৫ থেকে ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ২০০১ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২৪
আরএস/এমজেএফ