ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মধুখালীতে বাস থেকে পড়ে প্রাণ গেল নারীর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৭ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২৪
মধুখালীতে বাস থেকে পড়ে প্রাণ গেল নারীর প্রতীকী ছবি

ফরিদপুর: ফরিদপুরের মধুখালী উপজেলার কাজিররাস্তা মাদরাসার সামনে যাত্রীবাহী একটি বাস থেকে নিচে পড়ে এক নারী যাত্রী নিহত হয়েছেন।

সোমবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় ফরিদপুর থেকে ছেড়ে আসা বেনাপোলগামী শারদীয়া পরিবহনের (রেজিস্ট্রেশন নম্বর: ঢাকা মেট্রো ব ১৪-৬৭৪৭) বাসে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নারী যাত্রীর নাম শাইরিন (২৫)। তিনি ফরিদপুরের মধুখালী উপজেলার মাঝকান্দি এলাকার আব্দুল কুদ্দুসের মেয়ে।  

জানা গেছে, শাইরিন শ্বশুরবাড়ি যাওয়ার উদ্দেশ্যে মাঝকান্দি বাসস্ট্যান্ড থেকে শারদীয়া পরিবহনে উঠেছিলেন। বাসে কোনো সিট খালি না থাকায় তিনি ইঞ্জিন কাভারের ওপর বসেছিলেন। বাসটি কাজির রাস্তা এলাকায় পৌঁছালে হঠাৎ বাসের সামনে দিয়ে একটি শিশু দৌড়ে চলে যায়। চালক জরুরি ব্রেক করলে ভারসাম্য হারিয়ে শাইরিন বাস থেকে নিচে পড়ে যান। এরপর বাসের পেছনের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

করিমপুর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রইচ উদ্দিন জানান, মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় বাসের চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১০৫৬ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২৪
আরএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।