ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

জাতীয়

বরগুনা প্রেসক্লাবের সভাপতি সোহেল, সম্পাদক সালেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৩ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২৪
বরগুনা প্রেসক্লাবের সভাপতি সোহেল, সম্পাদক সালেহ সোহেল হাফিজ ও আবু জাফর মো. সালেহ

বরগুনা: ঐতিহ্যবাহী বরগুনা প্রেসক্লাবের ৪৬তম সাধারণ সভা ও ২০২৫ সালের নতুন কমিটি গঠিত হয়েছে।

বুধবার (২৫ ডিসেম্বর) বিকেলে প্রেসক্লাবের হল রুমে নতুন কমিটির সভাপতি ও সম্পাদকসহ অন্যান্য কর্মকর্তা নির্বাচিত হন।

সভাপতি নির্বাচিত হয়েছেন এনটিভির স্টাফ রিপোর্ট অ্যাডভোকেট সোহেল হাফিজ, সিনিয়র সহ-সভাপতি আলোকিত বাংলাদেশের বরগুনা জেলা প্রতিনিধি মো. জাফর হোসেন হাওলাদার, সাধারণ সম্পাদক চ্যানেল২৪ ও দৈনিক সমকালের বরগুনা জেলা প্রতিনিধি আবু জাফর মো. সালেহ।

এ সময় প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন মো. নুরুল আমিন, নির্বাচন কমিশনার জাহাঙ্গীর কবীর মৃধা, নির্বাচন কমিশনার রিয়াজ আহমেদ মুছা।  

সাধারণ সভা শেষে নবনির্বাচিত এ কমিটি ঘোষণা করেন বরগুনা প্রেসক্লাবের প্রধান নির্বাচন কমিশনার মো. নুরুল আমিন।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।