ফরিদপুর: আবহমান গ্রাম-বাংলা থেকে হারাতে বসেছে সেই চিরচেনা ঘুড়ি উৎসব। তাইতো সেই হারানো ঐতিহ্যকে ফেরাতে ও বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরতে ফরিদপুরে অনুষ্ঠিত হয়েছে ৮ম বারের মতো ঘুড়ি উৎসব।
শুক্রবার (২৭ ডিসেম্বর) দুপুরে জেলা সদরের পদ্মাপাড়ের ধলার মোড়ে এ উৎসবের উদ্বোধন করা হয়।
ফরিদপুরের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ কামরুল হাসান মোল্যা এর উদ্বোধন করেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ ইমদাদ হুসাইন (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইয়াছিন কবীর, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রামানন্দ পাল, টাইমস ইউনিভার্সিটি বাংলাদেশের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর দেবাশীষ দাস, পেপারটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের জেনারেল ম্যানেজার মো. কামরুজ্জামান প্রমুখ।
‘চলো হারাই শৈশবে’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ও ফরিদপুর সিটি অর্গানাইজেশনের আয়োজনে ও পেপারটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং টাইমস ইউনিভার্সিটি বাংলাদেশের সহায়তায় পদ্মারপাড়ের ধলার মোড়ে এ ঘুড়ি উৎসব উপভোগ করেন হাজার হাজার মানুষ।
এ সময় কয়েক শতাধিক প্রতিযোগী বিভিন্ন আকার, আকৃতি ও রং-বেরঙের ঘুড়ি নিয়ে অংশ নেন উৎসবে। নানা আকৃতির ঘুড়ির মধ্যে ছিল মাছ, সাপ, ঈগল, প্রজাপতি, লেজযুক্ত ঘুড়ি প্রভৃতি। এ সময় কাউকে কাউকে মোবাইল ফোনে সেলফি তুলতে দেখা যায় প্রিয়জনের সঙ্গে। কেউবা আনন্দ ভাগ করে নিচ্ছেন পরিবার পরিজনের সঙ্গে।
ঘুড়ি উৎসব শেষে বিজয়ীদের মধ্যে প্রথম পুরস্কার হিসেবে ২৪ ইঞ্চি এলইডি স্মার্ট টিভি, দ্বিতীয় পুরস্কার মাইক্রোওয়েভ ওভেন এবং তৃতীয় পুরস্কার গ্যাসের চুলা দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ১৩৩১ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২৪
আরআইএস