নীলফামারী: চার দফা দাবিতে নীলফামারীর সৈয়দপুরে দিনব্যাপী অনশন ধর্মঘট করেছেন ২৩টি ক্যাম্পের কয়েকশ পাকিস্তানি উর্দুভাষী নারী-পুরুষ।
রোববার (২৯ ডিসেম্বর) সকালে শুরু হওয়া অনশন ধর্মঘট চলে বিকেল পর্যন্ত।
স্থানীয় শহীদ ডা. জিকরুল হক সড়কের শহীদ স্মৃতি অম্লান চত্বরে স্ট্যান্ডার্ড পিপলস জেনারেল রিহ্যাবিলিটেশন কমিটি (এসপিজিআরসি) সৈয়দপুর শাখার উদ্যোগে এ অনশন কর্মসূচি পালন করেন তারা।
তাদের দাবিগুলো হলো- সরকারিভাবে পুনর্বাসন, বিনামূল্যে বিদ্যুৎ ও পানি সরবরাহ, রেলওয়েসহ অন্যান্য জায়গায় উচ্ছেদ অভিযান বন্ধ এবং বৈষম্যমুক্ত মৌলিক অধিকার নিশ্চিতকরণ।
এসপিজিআরসির সৈয়দপুর শাখার সভাপতি রেয়াজ আকবরের সভাপতিত্বে এতে বক্তব্য দেন সহ-সভাপতি মো. মোক্তার, সাধারণ সম্পাদক নাসিম আহমেদ, সহ-সাধারণ সম্পাদক মো. মোবারক ও মো. মোক্তার হোসেন পাপ্পু, প্রচার সম্পাদক মো. জাফর, নয়াবাজার ক্যাম্পের বাসিন্দা সনি বেগমসহ অনেকে।
অনশনে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন সৈয়দপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ বাবলু ও সৈয়দপুর পৌরসভার সাবেক কাউন্সিলর ইকবাল হোসেন গুড্ডু।
আন্দোলনকারীরা বলেন, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এদেশে আটকে পড়া উর্দুভাষীদের সরকার বিনামূল্যে বিদ্যুৎ ও পানি দিয়ে আসছে। কিন্তু পুনর্বাসন না করেই হঠাৎ সরকার এসব সুবিধা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। তাই চার দফা দাবিতে সারা দেশের মতো সৈয়দপুরেও ক্যম্পবাসী কর্মসূচি পালন করেছেন।
বাংলাদেশ সময়: ১৮৫৯ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২৪
এসআই