ঢাকা: সাভারের হেমায়েতপুরে দুর্বৃত্তের গুলিতে মো. রমজান নামে এক ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন। আহত রমজানকে এনাম মেডিকেলে ভর্তি করা হয়েছে।
বুধবার (১ জানুয়ারি) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন এনাম মেডিকেলের ডিউটি ম্যানেজার ইউসুফ আলী।
এর আগে মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাতে হেমায়েতপুরের পূর্বহাটি ভাংগা ব্রিজ সংলগ্ন এলাকায় রমজানের বাড়ির সামনেই তাকে গুলি করা হয়।
আহত রমজান (৩৫) গ্লোব কোম্পানির পরিবেশক বলে জানা গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক আহতের এক স্বজন বাংলানিউজকে বলেন, ঘটনার সময় আশপাশে অনেক লোকজনই ছিল। মঙ্গলবার রাতে রমজানের বাড়িতেও হামলা হয়। ঘটনাস্থলে মোশাররফ নামে এক ব্যক্তি নিজে উপস্থিত থেকে রমজানকে গুলি করে। আমি যতদূর জানি তাদের মধ্যে টাকা পয়সা নিয়ে দ্বন্দ্ব। প্রায় ১৫ দিন আগে রমজান ও তার চাচা আসাদ একটি জায়গা বিক্রি করে। সেই জমি বিক্রি করায় দুই লাখ টাকা চাঁদা চায় মোশাররফ। ১ লাখ টাকা কম দেওয়ায় রমজানকে গুলি করেন তিনি।
আহত রমজান মিয়া বাংলানিউজকে বলেন, আমি রাতে কাজ শেষে বাসায় ফিরছিলাম। এ সময় পূর্ব শত্রুতার জেরে দুর্বৃত্তরা গুলি করে। পরে আমাকে স্থানীয়রা উদ্ধার করে সাভারের এনাম মেডিকেলে ভর্তি করেন। কী কারণে, কে তাকে গুলি করেছে এ ব্যাপারে তিনি মুখ খোলেননি। এখন পর্যন্ত থানায় তিনি কোনো অভিযোগও দায়ের করেননি।
এনাম মেডিকেলের ডিউটি ম্যানেজার ইউসুফ আলী বাংলানিউজকে বলেন, গুলিতে আহত রমজানের চিকিৎসা চলছে।
সাভার মডেল থানার পরিদর্শক (ওসি) জুয়েল মিয়া বাংলানিউজকে বলেন, এ ধরনের কোনো খবর আমাদের কাছে নেই। এখন পর্যন্ত কোনো অভিযোগও কেউ করেনি। অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, জানুয়ারি ১, ২০২৫
এমজে