ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

জাতীয়

লাখ টাকা ছাড়ালো এক কেজি ওজনের ইলিশের মণ 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৫ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০২৫
লাখ টাকা ছাড়ালো এক কেজি ওজনের ইলিশের মণ 

বরিশাল: আড়ৎ ইলিশের আকালে বেড়েছে দাম, যার প্রভাব পড়েছে খুচরো বাজারেও।  পাইকারি বাজার বা মোকামগুলোতে আমদানি না বাড়লে ইলিশের দাম আরও বাড়ার কথা জানিয়েছেন ব্যবসায়ীরা।

নগরের পোর্টরোড বাজারের ব্যবসায়ীরা জানিয়েছেন, বাজারে এখন যে ইলিশ পাওয়া তার সিংহভাগই আকারে কেজি সাইজের নিচে। আর কেজি সাইজের ওপরে ইলিশের আমদানি নেই বললেই চলে। ফলে বর্তমানে এক কেজি দুইশ থেকে তিনশ গ্রাম ওজন সাইজের ইলিশ মাছের প্রতিমণ দেড়লাখ টাকায় বিক্রি হচ্ছে। আর এক কেজি সাইজের ইলিশের প্রতিমণ লাখ টাকা ছাড়িয়েছে।

নগরের পোর্ট রোডস্থ একমাত্র বেসরকারি মৎস্য অবতরণ কেন্দ্র ঘুরে গেছে, সব মিলিয়ে অল্প কিছু মাছ উঠেছে বাজারে। পোর্ট রোডে ১৬৭টি মাছের আড়ৎ রয়েছে। এর মধ্যে শুধু ২০/২৫ টি আড়তে ইলিশ মাছ বেচা-বিক্রি হয়েছে।  

পোর্ট রোডের মাছ ব্যবসায়ী বেলায়েত সিকদার বলেন, গতকাল শুক্রবার বাজারে মাত্র ২০ মণের মতো ইলিশ মাছ বেচা-বিক্রি হয়েছে। এসব মাছের সিংহভাগ ছোট সাইজ। দেড় কেজি ওজন সাইজের একটি মাছও গত কয়েকদিন ধরে বাজারে ওঠেনি। এক কেজি দুইশ থেকে তিনশ গ্রাম সাইজ ওজনের কয়েকটি মাছ উঠেছে। সেই মাছ কেজি প্রতি তিন হাজার ৭৫০ টাকা দরে বিক্রি হয়েছে। ফলে মণপ্রতি দাম পড়েছে দেড় লাখ টাকা।  আর এক কেজি ওজন সাইজের কিছু মাছ ছিল বাজারে, যার দর কেজি প্রতি তিন হাজার টাকা পড়েছে।  ফলে এ মাছ এক লাখ ২০ হাজার টাকা দরে বিক্রি হয়েছে। আর এলসি সাইজ (৮ থেকে ৯০০ গ্রাম) ইলিশ কেজিপ্রতি দুই হাজার ২০০ টাকা দরে বিক্রি হয়েছে, সেই হিসাবে এই সাইজের মাছ ৮৮ হাজার টাকা দরে মণ বিক্রি হয়েছে।

তিনি জানান, এছাড়া ৫০০ থেকে ৬০০ গ্রাম ওজনের ইলিশ কেজিপ্রতি বিক্রি হয়েছে সাড়ে ৭০০ টাকা, এর নিচে কেজিতে চারটি এমন ওজনের ইলিশ বিক্রি হয়েছে ৭০০ টাকায় এবং কেজিতে পাঁচটি হয়, এমন ওজনের ইলিশ বিক্রি হয়েছে ৬০০ টাকায়।

খুচরা মাছ বিক্রেতা শিল্পি বেগম জানান, দাম বেশি হওয়ায় গত এক মাস ধরে ইলিশ মাছ বিক্রি করছেন না, আর অন্য মাছের চাহিদা কম থাকায় এখন কিছুটা বিপাকেও আছেন তিনি।  

বরিশাল শহরতলীর তালতলীস্থ নদীর মাছের পাইকার বাজারের ব্যবসায়ী নাঈম সিকদার বলেন, গতবছর এই সময়ে বাজারে ইলিশ পাওয়া যেত কিন্তু এবার পাওয়া যাচ্ছে না। কারণ গত দুই মাস ধরে নদীতেই তেমন ইলিশ পাওয়া যাচ্ছে না।

তিনি বলেন, এতে করে জেলেসহ আমরা ব্যবসায়ীরাও ক্ষতিগ্রস্ত হচ্ছি, তবে আশা করি খুব দ্রুত নদীতে প্রচুর ইলিশের দেখা মিলবে।

একই কথা জানিয়েছে মৎস্য বিভাগের কর্মকর্তারাও। বরিশাল জেলার মৎস্য কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র দাস বলেন, গত কয়েক বছর ধরে শীতে ইলিশ মাছ পাওয়া যেত। কিন্তু এ বছর কিছুটা ব্যতিক্রম হয়েছে। শুধু নদীতেই নয়, সাগরেও ইলিশ মাছ কম ধরা পড়ছে।  

তবে সময়ের সঙ্গে সঙ্গে এর পরিবর্তন ঘটবে বলেও আশা করেন তিনি।

বাংলাদেশ সময়: ১৩৪৩ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০২৫
এমএস/এসআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।