ফরিদপুর: ফরিদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমাবেশ শুরু হয়েছে। ফ্যাসিবাদী ব্যবস্থা সম্পূর্ণ বিলোপ, নতুন রাজনৈতিক বন্দোবস্ত বিনির্মাণ এবং 'জুলাই বিপ্লব ঘোষণা'- এ জন-আকাঙক্ষা অন্তর্ভুক্তির লক্ষে সোমবার (৬ জানুয়ারি) বিকেলে ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে এ ছাত্র সমাবেশ শুরু হয়।
এরই মধ্যে ছাত্র সমাবেশ মঞ্চে এসে উপস্থিত হয়েছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিষদের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সম্পাদক সারজিস আলম।
এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আরও অনেক নেতা উপস্থিত হয়েছেন।
বাংলাদেশ সময়: ১৬৫৯ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২৪
জেএইচ