ঢাকা: ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর এন্ট্রাপ্রেনিউরশিপ ডেভেলপমেন্টের (সিইডি) সহযোগিতায় ঢাকার মার্কিন দূতাবাস অ্যাকাডেমি ফর উইমেন এন্ট্রাপ্রেনিউরস (এডব্লিউই) বিজনেস পিচ প্রতিযোগিতার ছয় জন নারী উদ্যোক্তার সাফল্য উদযাপন করেছে।
বুধবার ঢাকার ইএমকে সেন্টারের কেনেডি হলে এই আয়োজন করা হয়।
এই প্রতিযোগিতায় বিজয়ী উদ্যোক্তারা তাদের সৃজনশীল ও প্রভাবশালী ব্যবসায়িক ধারণার জন্য স্বীকৃতি পেয়েছেন।
ভারপ্রাপ্ত চার্জ দ্য অ্যাফেয়ার্স মেগান বোল্ডিন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
তিনি নারী উদ্যোক্তাদের ক্ষমতায়নে যুক্তরাষ্ট্র সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
বোল্ডিন বলেন, যখন নারীরা উন্নতি করে, তখন পুরো সমাজ এবং অর্থনীতি এর সুফল ভোগ করে।
এডব্লিউই-এর প্রথম এবং দ্বিতীয় পর্যায়ের অংশগ্রহণকারীদের মধ্য থেকে বিজয়ীরা নির্বাচিত হয়েছেন। তারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চল যেমন সিলেট, কুমিল্লা, বরিশাল, খাগড়াছড়ি, যশোর, চট্টগ্রাম এবং রাজধানী ঢাকার প্রতিনিধিত্ব করছেন।
২০২২ সালে বাংলাদেশে চালু হওয়া এডব্লিউই প্রোগ্রাম দেশের বিভিন্ন প্রান্তের ১৪০ জনেরও বেশি নারী উদ্যোক্তাকে প্রশিক্ষণ দিয়েছে। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর এন্ট্রাপ্রেনিউরশিপ ডেভেলপমেন্টের সহযোগিতায় বাস্তবায়িত এই প্রোগ্রামটি নারীদেরকে মার্কেটিং, অর্থায়ন এবং কৌশলগত পরিকল্পনাসহ প্রয়োজনীয় ব্যবসায়িক দক্ষতায় দক্ষ করে তুলতে গুরুত্ব দেয়।
বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা,জানুয়ারি, ০৮,২০২৫
টিআর/এসআইএস