ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

নওগাঁয় সীমান্ত পরিস্থিতি নিয়ে বিজিবি-বিএসএফ সৌজন্য সাক্ষাৎ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৬ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২৫
নওগাঁয় সীমান্ত পরিস্থিতি নিয়ে বিজিবি-বিএসএফ সৌজন্য সাক্ষাৎ

নওগাঁ: নওগাঁর ধামইরহাট সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মধ্যে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।  

শনিবার (১১ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছে বিজিবি।

 

ধামইরহাট বস্তাবর ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার মো. লিয়াকত আলী মোল্লা সৌজন্য সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করে জানান, গতকাল শুক্রবার বিকেলে বস্তাবর সীমান্তচৌকি (বিওপি) সংলগ্ন শূন্যরেখায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এসময় বিএসএফের ১২৩ ব্যাটালিয়নের শিবরামপুর কোম্পানি কমান্ডার এবং বিজিবির বস্তাবর কোম্পানি কমান্ডার উপস্থিত ছিলেন।  

সুবেদার মো. লিয়াকত আলী মোল্লা জানান, বিএসএফের কোম্পানি কমান্ডারের সঙ্গে বিজিবির সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে। এবং এই আলোচনায় কথা হয় দুদেশের শূন্যরেখা থেকে ১৫০ গজের মধ্যে বিএসএফ কোনো কাঁটাতারের বেড়া বা স্থানীয় স্থাপনা নির্মাণ করবে না।

বাংলাদেশ সময়: ১৪৪৩ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।