ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

নগরকান্দায় বাস-ট্রাকের সংঘর্ষে দুইজন নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৫ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২৫
নগরকান্দায় বাস-ট্রাকের সংঘর্ষে দুইজন নিহত দুর্ঘটনাকবলিত বাস

ফরিদপুর: ফরিদপুর-বরিশাল মহাসড়কের ফরিদপুরের নগরকান্দার বাঁশাগাড়ি নামক স্থানে বাস-ট্রাকের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ২৫ জন।

 

রোববার (১২ জানুয়ারি) সকাল পৌনে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার সকাল পৌনে ৮টার দিকে নগরকান্দার বাঁশাবগাড়ি নামক স্থানে কুষ্টিয়ার দিক থেকে আসা আরিফ মীম পরিবহনের একটি বাসের সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আরিফ মীম পরিবহনের দুই যাত্রী নিহত হয়। এছাড়াও ওই বাসে থাকা অন্তত আরও ২৫ যাত্রী আহত হয়েছে। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে। এখনো নিহত ও আহতদের নাম পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।  

ফরিদপুর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার বলেন, সকালে খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করি। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া বাসের ভেতরে অন্য কোনো যাত্রী রয়েছে কিনা তা তল্লাশি শেষে উদ্ধার কাজ শেষ করা হয়। তিনি বলেন, ঘন কুয়াশা ও সড়কের পরিস্থিতি খারাপ থাকার কারণে এ ধরনের সড়ক দুর্ঘটনা ঘটে থাকতে পারে।  

এদিকে সড়ক দুর্ঘটনার কারণে দুই পাশের সড়কে যানজট লেগে গেলে নগরকান্দা থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ গিয়ে যানজট পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে।

নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সফর আলী বাংলানিউজকে বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।