ঢাকা: স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে পাহাড়ি ছাত্র-জনতার মিছিলে বাধা দিয়েছে পুলিশ। মিছিল ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ, জলকামান দিয়ে পানি ছিটানো, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে হাইকোর্ট মোড়ে শিক্ষাভবনের সামনে এই ঘটনা ঘটে।
জানা গেছে, দুপুরে রাজধানীর মতিঝিলে পাহাড়ি ছাত্র-জনতার ওপর হামলার প্রতিবাদ এবং হামলাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় ‘সংক্ষুব্ধ পাহাড়ি ছাত্র-জনতা’র ব্যানারে অর্ধশতাধিক পাহাড়ি ছাত্র-জনতা মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে সচিবালয় অভিমুখে যাত্রা শুরু করে। মিছিলটি হাইকোর্ট মোড়ে এলে পুলিশ তাদের বাধা দেয়। ছাত্র-জনতা ব্যারিকেড ভেঙে অতিক্রম করতে চাইলে পুলিশের সঙ্গে তাদের ধাক্কাধাক্কি হয়। পরে জলকামান দিয়ে পানি ছিটানোর পাশাপাশি লাঠিচার্জ করে পুলিশ। এক পর্যায়ে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেডও নিক্ষেপ করা হয়। এতে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়।
এ ঘটনায় একজন নারীসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।
এর আগে বুধবার দুপুরে এনসিটিবি ভবনের সামনে ‘সংক্ষুব্ধ পাহাড়ি ছাত্র-জনতা’র ওপর ‘স্টুডেন্টস ফর সভারেন্টি’ নামের একটি সংগঠনের নেতা–কর্মীরা হামলা চালায়। এতে অন্তত ১০ জন আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
ওই ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অভিমুখে যেতে চেয়েছিল ‘সংক্ষুব্ধ পাহাড়ি ছাত্র-জনতা’। এদিকে পাহাড়িদের ওপর গতকালের হামলার ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সময়: ১৬০১ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২৫
এসসি/এমজে