ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

১০ ট্রাক অস্ত্র মামলা: কাশিমপুর কারাগার থেকে আরও ৫ জন মুক্ত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৯ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২৫
১০ ট্রাক অস্ত্র মামলা: কাশিমপুর কারাগার থেকে আরও ৫ জন মুক্ত

গাজীপুর: আলোচিত ১০ ট্রাক অস্ত্র মামলায় গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে পাঁচজন মুক্তি পেয়েছেন।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকালে জামিনের কাগজপত্র কারাগারে এসে পৌঁছায়।

পরে তা যাচাই-বাছাই শেষে মেজর (অব.) এম লিয়াকত হোসেনকে বিকেল ৩টার দিকে তাদের মুক্তি দেওয়া হয়েছে।

কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন যারা- কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ থেকে বিমান বাহিনীর উইং কমান্ডার (অব.) সাহাবুদ্দিন আহম্মদ, কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে এনএসআইয়ের সাবেক ফিল্ড অফিসার আকবর হোসেন খান, সিইউএফএলের সাবেক এমডি মহসিন উদ্দিন তালুকদার, এনএসআইয়ের সাবেক ডিজি ও ডিজিএফআইয়ের সাবেক ডাইরেক্টর মেজর জেনারেল (অব.) রেজ্জাকুল হায়দার চৌধুরী এবং কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে মেজর (অব.) এম লিয়াকত হোসেন।  

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর সিনিয়র সুপার আল মামুন জানান, সকালে আকবর হোসেন খান, মহসিন উদ্দিন তালুকদার ও মেজর জেনারেল (অব.) রেজ্জাকুল হায়দার চৌধুরীর জামিনের কাগজপত্র কারাগারে পাঠানো হয়। পরে তা যাচাই-বাছাই করে দুপুর পৌনে ৩টার দিকে ওই তিনজনকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়।

কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জেলার আসাদুর রহমান জানান, আলোচিত ১০ ট্রাক অস্ত্র মামলায় মেজর (অব.) এম লিয়াকত হোসেনের জামিনের কাগজপত্র সকালে কারাগারে এসে পৌঁছায়। পরে তা যাচাই-বাছাই শেষে মেজর (অব.) এম লিয়াকত হোসেনকে বিকেল ৩টার দিকে মুক্তি দেওয়া হয়েছে।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার ১ থেকে বিমান বাহিনীর উইং কমান্ডার (অব.) সাহাবুদ্দিন আহম্মদ মুক্তি পেয়েছেন। মুক্তির বিষয়টি কারা উপ-মহাপরিদর্শক (ডিআইজি প্রিজন্স-ঢাকা বিভাগ) মো. জাহাঙ্গীর কবির নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২৫
আরএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।