ঢাকা: রাজধানীর হাইকোর্ট মাজার এলাকায় ছাত্র-জনতার ওপর পুলিশি হামলায় ছয় শিক্ষার্থীসহ সাতজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৬জানুয়ারি) বেলা সোয় ১টার দিকে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী তাসমিয়া তাবাসসুম নেবুলা (২২), জাহিদুল ইসলাম রিয়াদ (২২) নর্দান বিশ্ববিদ্যালয়ের বাংলা প্রথম বর্ষের মারুফ হোসেন (২০), অর্থনীতি তৃতীয় বর্ষ ঢাকা কলেজ শিক্ষার্থী তৈয়ব ইসলাম (২৪) জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিকতা বিভাগের চতুর্থ বর্ষের ইভান তাহসিব (২৩), ইডেন কলেজের সমাজকর্ম বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সুমাইয়া খাতুন (২৪) ও পথচারী মো. বাবুল (৪৮)।
আহত ইভান তাহসিব বলেন, গতকাল ক্ষুদ্র নৃগোষ্ঠীর ওপর হামলার প্রতিবাদ জানাতে আমরা রাজু ভাস্কর্যের সামনে থেকে হাইকোর্ট মাজার সংলগ্ন সড়ক দিয়ে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাচ্ছিলাম। এ সময় হাইকোর্ট এলাকায় আসলে পুলিশের বাধার সম্মুখীন হই। বাধা অতিক্রম করে যাওয়ার সময় পুলিশ আমাদের ওপর লাঠিচার্জ, জলকামান নিক্ষেপ করে। এতে আমরা আহত হই।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সাতজন আহত হয়ে হাসপাতালের জরুরি বিভাগে এসেছেন। তাদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে তাদের অবস্থা গুরুতর নয়।
বাংলাদেশ সময়: ১৬২৬ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২৫
এজেডএস/জেএইচ