ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

বর্ধিত ভ্যাট-সম্পূরক শুল্ক প্রত্যাহারের দাবিতে বরিশালে মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৪ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২৫
বর্ধিত ভ্যাট-সম্পূরক শুল্ক প্রত্যাহারের দাবিতে বরিশালে মানববন্ধন

বরিশাল: বর্ধিত ১৫ শতাংশ ভ্যাট ও ১০ শতাংশ সম্পূরক শুল্ক প্রত্যাহারের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বরিশালে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বেলা ১১টায় নগরের অশ্বিনী কুমার হলের সামনে বাংলাদেশ রেস্তোরাঁ সমিতি বরিশাল জেলা ও মহানগর শাখার আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।

বাংলাদেশ রেস্তোরাঁ সমিতি বরিশাল জেলা ও মহানগর শাখার সভাপতি বিশ্বজিৎ ঘোষ বিষুর সভাপতিত্বে মানববন্ধনে বক্তারা বলেন, বর্তমান সরকার হঠাৎ করে অর্থবছরের মাঝামাঝি রেস্তোরাঁ খাতে ভ্যাটের হার তিনগুণ বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। যেখানে দীর্ঘদিন ধরে দেশে উচ্চ মূল্যস্ফীতি বিরাজ করছে, সেখানে হঠাৎ করে ব্যবসায়ীদের সঙ্গে কোনো আলোচনা না করে তৈরি পোশাক, রেস্তোরাঁ, মিষ্টিসহ ৪৩টি পণ্য ও সেবার ওপর মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট বাড়ানোর সিদ্ধান্তটি সম্পূর্ণ হঠকারী সিদ্ধান্ত বলে আমরা মনে করি।

বর্তমানে বাজারে দ্রব্যমূল্যের যা অবস্থা এ দিয়ে ব্যবসা করাটা আমাদের খুব কষ্টকর তারপরেও আমরা সরকারকে ৫ শতাংশ ভ্যাট দেই। বরং আমাদের দাবি ছিল যাতে করে এ ভ্যাট কমিয়ে তিন শতাংশ করার কিন্তু বছরের মাঝামাঝি সময়ে হঠকারী এ সিদ্ধান্তের ফলে অনেক ব্যবসায়ীর ব্যবসা বন্ধের পথে। সরকার ব্যবসায়ীবান্ধব না হয়ে হঠাৎ করে তিনগুণ অর্থাৎ ১৫ শতাংশ ভ্যাট বৃদ্ধি করে।

বক্তারা আরও বলেন, বর্তমান বাজারে দোকান ভাড়া, কর্মচারীদের বিল দিয়ে ব্যবসা করাটা খুবই কষ্টকর হয়ে দাঁড়িয়েছে তার মধ্যে মরার উপর খাড়ার ঘা। অবিলম্বে সরকারের এ সিদ্ধান্ত বাতিল করতে হবে অন্যথায় কঠোর কর্মসূচির ঘোষণা দেয় মানববন্ধন থেকে বক্তারা।

বাংলাদেশ রেস্তোরাঁ সমিতি বরিশাল জেলা ও মহানগর শাখার সাধারণ সম্পাদক মো. হাসিব আহসান মল্লিকের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক মো. রিয়াজ হোসেন, অর্থ সম্পাদক মো. মিরাজ, প্রচার সম্পাদক জসিম উদ্দিন, কার্যনির্বাহী কমিটির সদস্য মো. জলিল মো. রিয়াজ, মো. মারুফসহ বিভিন্ন রেস্তোরাঁর মালিক ও কর্মচারীরা।

মানববন্ধন শেষে একটি মিছিল নিয়ে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে প্রধান উপদেষ্টার কাছে জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি দেন।

বাংলাদেশ সময়: ১৬৩৪ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২৫
এমএস/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।