বগুড়া: বগুড়ায় বিদেশি পিস্তল, গুলি এবং একাধিক দেশীয় অস্ত্রসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাতে শহরের রহমাননগর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
শুক্রবার (১৭ জানুয়ারী) বিকেলে বগুড়া সদর থানায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার।
গ্রেপ্তাররা হলেন- বগুড়া শহরের রহমাননগর জিলাদারপাড়া এলাকার আব্দুস সালামের ছেলে জিহাদ (২৩), মালগ্রাম মধ্যপাড়া এলাকার মৃত রাঘুর ছেলে রাসু(২২)ইসলামপুর হরিগাড়ী এলাকার চান মিয়ার ছেলে আরিফ আহমেদ কবির(২৫) ও সূত্রাপুর এলাকার সাইদুল ইসলামের ছেলে রিয়াদ (২৩)।
অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার বলেন, ১০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় বগুড়া সদর থানায় গত ৭ জানুয়ারি দায়ের করা মামলায় তদন্তে প্রাপ্ত আসামি জিহাদকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রহমান নগর একটি ভাড়া বাসা থেকে গ্রেপ্তার করা হয়৷ এ সময় একটি কক্ষ থেকে একটি বিদেশি পিস্তল, তিনটি তাজা গুলি ও একাধিক ধারালো দেশি অস্ত্র উদ্ধার করা হয়।
পরে জিহাদের দেওয়া তথ্যানুযায়ী অভিযান চালিয়ে ছিনতাইসহ বিভিন্ন অপরাধে জড়িত আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও বলেন, গ্রেপ্তাররা পুলিশের তালিকাভুক্ত ছিনতাইকারী। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭৫১ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২৫
জেএইচ