সিলেট: মায়ের সামনেই ইউসূফ খান নামে ছয় শিশুকে চাপা দিলো বেপরোয়া ইজিবাইক। গুরুতর অবস্থায় তাকে নেওয়া হয় হাসপাতালে।
রোববার (১৯ জানুয়ারি) সিলেটের সীমান্তবর্তী জকিগঞ্জ উপজেলার বিদ্যালয়ে যাওয়ার পথে টমটমের ধাক্কায় ইউসূফ খান নামে ছয় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
নিহত শিশু উপজেলার বাবুর বাজারে এ ঘটনা ঘটে। নিহত ইউসূফ খান সুলতানপুর গ্রামের জুবায়ের আহমদ খানের ছেলে। সে স্থানীয় একটি কিন্ডার গার্টেনের শিশু শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয় সূত্র জানায়, এদিন সকালে মায়ের হাত ধরে বিদ্যালয়ে যাচ্ছিল শিশু ইউসূফ খান। রাস্তা পারাপারকালে বেপরোয়া গতির ইজিবাইকের ধাক্কায় শিশুটি মাথায় আঘাতপ্রাপ্ত হয়। তাৎক্ষণিক তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দিলে বাড়িতে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে আবারো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না বলেন, ইজিবাইকের ধাক্কায় মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে শিশুর মৃত্যু হয়েছে। অবশ্য শিশুর মায়ের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ০৭১৭ ঘন্টা, জানুয়ারি ২০, ২০২৫
এনইউ/জেএইচ