ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের চাপায় প্রাণ গেল অটোরিকশার দুজনের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০১ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২৫
লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের চাপায় প্রাণ গেল অটোরিকশার দুজনের এ অটোরিকশার যাত্রী ও চালক মারা গেছেন

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের মজুচৌধুরীর সড়কে বালুবাহী ড্রাম ট্রাকের চাপায় অটোরিকশার এক যাত্রী ও চালক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন একজন।

সোমবার (২০ জানুয়ারি) সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চররমনী মোহন ইউনিয়নের চর আলী হাসান গ্রামের মনসুর আহম্মদের ছেলে মুরাদ ও টুমচর ইউনিয়নের জগতবেড় এলাকার রফিকুল ইসলামের ছেলে অটোরিকশার চালক আনোয়ার।  

আহত ব্যক্তির নাম আজাদ হোসেন। তিনি চররমনী ইউনিয়নের চর আলী হাসান গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতির ড্রাম ট্রাক সড়কে থাকা একটি অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই একজন মারা যান। এতে আহত হন দুজন। তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।

সদর থানার উপপরিদর্শক (এসআই) সাদেকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছন।

বাংলাদেশ সময়: ১৪৫৮ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২৫
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।