ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

ফ্লাইটে হুমকি, ‘সিকিউরিটি থ্রেট ক্লিয়ার’, যাত্রীদের বিমানবন্দর ত্যাগ 

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১০ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২৫
ফ্লাইটে হুমকি, ‘সিকিউরিটি থ্রেট ক্লিয়ার’, যাত্রীদের বিমানবন্দর ত্যাগ  ছবি: জিএম মুজিবুর

ঢাকা: বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের রোম ফ্লাইটে বোমা হামলার হুমকি পাওয়ার পর সেটি নিরাপদে অবতরণ করেছে ও যাত্রীরা নিরাপদে বিমানবন্দর ত্যাগ করেছেন।

বুধবার (২২ জানুয়ারি) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম এতথ্য জানিয়েছেন।

 

তিনি জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি৩৫৬ মঙ্গলবার রাতে ইতালির রোম থেকে উড্ডয়ন করে বুধবার (২২ জানুয়ারি) সকাল ৯টা ২০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করেছে।  

ফ্লাইটটি ঢাকায় অবতরণের আগ মুহূর্তে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, ফ্লাইটটিতে বোমা হামলার হুমকি রয়েছে।  

সিকিউরিটি প্রসিডিউর অনুযায়ী, উড়োজাহাজটি ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পরপরই বিমানবন্দরে নিয়োজিত নিরাপত্তা সংস্থাগুলোর সমন্বয়ে ফ্লাইটটিকে নিরাপত্তা বেষ্টনীতে নেওয়া হয়। যাত্রীদের নিরাপদে নামানো হয় এবং সকল যাত্রী ও ব্যাগেজসহ এয়ারক্রাফট তল্লাশি করা হয়। নিরাপত্তা তল্লাশিতে কোনো কিছু না পাওয়ায় ‘সিকিউরিটি থ্রেট ক্লিয়ার’ হয় দুপুর সাড়ে ১২টায়। যথাযথ নিরাপত্তা তল্লাশি শেষে দুপুর দেড়টার মধ্যে সকল যাত্রী নিরাপদে বিমানবন্দর ত্যাগ করেন।  

বিমানবন্দরে অবস্থানকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং বিমানবন্দর কর্তৃপক্ষ কর্তৃক যাত্রীদেরকে সর্বোচ্চ সেবা দেওয়া হয় বলে জানান বোসরা ইসলাম।  

বিজি-৩৫৬ নম্বর ফ্লাইটটি মঙ্গলবার (২১ জানুয়ারি) স্থানীয় সময় রাত ৮টায় রোমের লিওনার্দো দ্য ভিঞ্চি বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। ফ্লাইটটিতে ২৫০ জন যাত্রী ও ১৩ ক্রু ছিলেন।  

আরও পড়ুন: বিমানের ফ্লাইটে বোমা হামলার হুমকি 

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২৪
এমআইএইচ/এসআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।