ঢাকা: প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সরকারের দেওয়া বিনামূল্যের বই বাজারে বিক্রি করছিল একটি চক্র। এ চক্রের দুজনকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।
বুধবার (২২ জানুয়ারি) রাজধানীর সূত্রাপুরের বাংলাবাজার ইস্পাহানি গলির বিভিন্ন গোডাউনে অভিযান চালিয়ে তাদের আটক করে ডিবি-লালবাগ বিভাগের কোতয়ালি জোনাল টিম।
আটক দুজন হলেন, সিরাজুল ইসলাম উজ্জ্বল (৫৫) ও মো. দেলোয়ার হোসেন (৫৬)। তাদের কাছ থেকে বিনামূল্যে বিতরণের জন্য সরবরাহ করা প্রায় ১০ হাজার সরকারি বই জব্দ করা হয়।
ডিবি-লালবাগ বিভাগ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি জানতে পারে একটি অসাধু চক্র বাংলাবাজারের ইস্পাহানি গলিতে বিভিন্ন গোডাউনে প্রথম থেকে দশম শ্রেণির পাঠ্যবই বিক্রয়ের উদ্দেশে মজুত করেছে।
এমন তথ্যের ভিত্তিতে বুধবার বিকেলে সেখানে সাঁড়াশি অভিযান পরিচালনা চালায় ডিবি লালবাগ বিভাগের কোতয়ালি জোনাল টিম। অভিযানে বিনামূল্যে বিতরণের ১০ হাজার সরকারি পাঠ্যবই জব্দ করা হয়।
এ সময় মজুতের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সিরাজুল ও দেলোয়ার নামের দুজনকে আটক করা হয়। জব্দ করা দুই ট্রাক বইয়ের আনুমানিক মূল্য আট লাখ টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডিবি জেনেছে, আটক দুজনসহ অন্য অবৈধ মজুতদারিরা বছরের শুরুতে নতুন পাঠ্যপুস্তক বিতরণে সরকারের আন্তরিক প্রচেষ্টাকে নস্যাৎ করা এবং অবৈধ উপায়ে আর্থিকভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে এসব বই মজুতের মাধ্যমে বিক্রি করত।
আটক সিরাজুল ও দেলোয়ারের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন। মজুতদারি চক্রের সঙ্গে জড়িত অন্যদের আটক করতে ডিবি পুলিশের অভিযান চলছে।
বৃহস্পতিবার বিস্তারিত এসব তথ্য জানান ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
বাংলাদেশ সময়: ১৩৫২ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২৫
এজেডএস/আরএইচ