ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

কিশোরগঞ্জে ট্রাফিক কার্যালয়ে আগুন, তদন্ত কমিটি গঠন 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪২ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২৫
কিশোরগঞ্জে ট্রাফিক কার্যালয়ে আগুন, তদন্ত কমিটি গঠন 

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জ জেলা ট্রাফিক পুলিশ কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে কার্যালয়ের স্থাপনা ও নথিপত্রসহ আসবাবপত্র পুড়ে গেছে।

ঘটনা তদন্তে পাঁচ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।  

শুক্রবার (২৪ জানুয়ারি) আনুমানিক ভোর ৪টার দিকে কিশোরগঞ্জ জেলা শহরের আলোরমেলাস্থ পুরাতন কোর্ট এলাকায় জেলা ট্রাফিক পুলিশ কার্যালয়ে আগুন লাগে।  

কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (২৪ জানুয়ারি) আনুমানিক ভোর ৪টার দিকে কিশোরগঞ্জ জেলা শহরের আলোরমেলাস্থ পুরাতন কোর্ট এলাকায় জেলা ট্রাফিক পুলিশ কার্যালয়ে আগুন লাগার বিষয়টি দেখতে পান স্থানীয়রা।  

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস। কিশোরগঞ্জ সদরের তিনটি ইউনিটসহ মোট পাঁচটি ইউনিট সকাল সাড়ে ৭টা পর্যন্ত কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।  

তবে আগুনে অফিসের কম্পিউটার, ল্যাপটপ, প্রিন্টার, ফটোকপির মেশিন, একটি মোটরসাইকেল, মামলা সংক্রান্ত নথিপত্র, নগদ ৪ লাখ ৭৫ হাজার ৫০০ টাকাসহ সকল আসবাবপত্র পুড়ে গেছে।  

কিশোরগঞ্জ ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) সৈয়দ মনিরুজ্জামান জানান, আগুনে অফিসের কম্পিউটার, ল্যাপটপ, প্রিন্টার, ফটোকপির মেশিন, একটি মোটরসাইকেল, মামলা সংক্রান্ত নথিপত্র, নগদ ৪ লাখ ৭৫ হাজার ৫০০ টাকাসহ সকল আসবাবপত্র পুড়ে গেছে।  

কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. আবুজর গিফারী জানান, তদন্তের পর আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।  

এদিকে ঘটনাস্থল পরিদর্শন করে কিশোরগঞ্জের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ হাছান চৌধুরী জানান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. মাহমুদুল ইসলাম তালুদকদারকে (পিপিএম) প্রধান করে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৪২ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২৫
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।