সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের রায়গঞ্জে বাসচাপায় আহত ব্যাটারিচালিত অটোরিকশার দুই আরোহী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
রোববার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়।
নিহতরা হলেন-রায়গঞ্জের লাঙ্গলমোড়া গ্রামের বাসিন্দা ও স্থানীয় চান্দাইকোনা উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী রহিজুল ইসলাম (৫৭) এবং বগুড়া জেলার শেরপুর উপজেলা ধনকুন্ঠি গ্রামের মনছের আলীর ছেলে অটোরিকশাটির চালক সাহেব আলী (৫৫)।
স্থানীয়রা জানান, চার যাত্রীসহ অটোরিকশাটি চান্দাইকোনা বাসস্ট্যান্ডে সোশ্যাল ইসলামি ব্যাংকের এলাকায় পৌঁছালে বগুড়া থেকে ঢাকাগামী শাহ ফতেহ আলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস চাপা দেয়। এতে চারজনই গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ জানান, দুপুরের দিকে দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। আহত ওই দুই ব্যক্তি সন্ধ্যার পর শহীদ জিয়াউর রহমান মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নিহতদের মরদেহ ময়নাতদন্ত শেষে বগুড়া সদর থানা পুলিশের মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।
বাংলাদেশ সময়: ১৯৩৯ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২৫
জেএইচ