ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

জাতীয়

নীলক্ষেতে ৪ প্লাটুন বিজিবি মোতায়েন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২৫ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২৫
নীলক্ষেতে  ৪ প্লাটুন বিজিবি মোতায়েন

ঢাকা: রাজধানীর নীলক্ষেত মোড়ে ঢাবি শিক্ষার্থী ও অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা মুখোমুখি অবস্থানের কারণে পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের সহায়তায় চার প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

রোববার (২৬ জানুয়ারি) বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম এই তথ্য জানান।

এর আগে রাত সাড়ে ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ।

শুরুতে ঢাবির শিক্ষার্থীরা ঢাকা কলেজের শিক্ষার্থীদের নিউমার্কেট এলাকার দিকে ধাওয়া দেন। পরে ঢাকা কলেজের শিক্ষার্থীরা ইট-পাটকেল নিক্ষেপ শুরু করেন। একপর্যায়ে ঢাকা কলেজের শিক্ষার্থীরা ঢাবির শিক্ষার্থীদের ক্যাম্পাসের দিকে ধাওয়া দেন।

রোববার রাত ১১টা নাগাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মামুন আহমেদের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগে মুক্তি ও গণতন্ত্র তোরণের সামনে অবস্থান নেন সাত কলেজের শিক্ষার্থীরা।  

অপরদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী স্যার এ এফ রহমান হলের সামনে অবস্থান নেন। এতে বিশ্ববিদ্যালয়ের এলাকায় এক ধরনের উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় দু’পক্ষের মধ্যে এখনো উত্তেজনা চলছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যকার উত্তেজনা থামাতে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ।

পুলিশ ঢাকা কলেজের শিক্ষার্থীদের নিউমার্কেট সরিয়ে দিয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নীলক্ষেত মোড় থেকে শুরু করে মুক্তি ও গণতন্ত্র তোরণ পর্যন্ত অবস্থান করছেন।  

সাত কলেজ শিক্ষার্থীদের অভিযোগ, দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যের কাছে সাত কলেজের কয়েকজন শিক্ষার্থী কয়েকটি দাবি নিয়ে যান। এ সময় উপ-উপাচার্য তাদের সাথে খারাপ ব্যবহার করেন।  

ঢাকা কলেজের শিক্ষার্থী ও সাত কলেজকে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে রূপান্তর আন্দোলনের অন্যতম সংগঠক আব্দুর রহমান বলেন, উপ-উপাচার্য ঘটনাস্থলে এসে ক্ষমা না চাইলে তারা স্থান ছাড়বেন না।

বাংলাদেশ সময়: ০২২৫ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২৫
এজেডএস/এফএইচ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ