নাটোর: ২০২৪ সালের ৫ আগস্ট নাটোর-২ (সদর ও নলডাঙ্গা) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) মো. শফিকুল ইসলাম শিমুলের বাসভবনে আটকে রেখে গার্মেন্টস ব্যবসায়ী মেহেদী হাসান রবিনকে পুড়িয়ে হত্যার মামলায় নিষিদ্ধ সংগঠন জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. রিয়াজুল ইসলাম মাসুমকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (২৭ জানুয়ারি) দুপুরে কঠোর নিরাপত্তায় মাসুমকে নাটোরের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আল-আমিনের আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মোতালেব হোসেন।
নাটোর জজ কোর্টের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট গোলাম রাব্বানী এতথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গতকাল রোববার (২৬ জানুয়ারি) তাকে অন্য একটি মামলায় আদালতে হাজির করা হলে তিনি নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের জয় বাংলা স্লোগান দিয়ে জনমনে বিভ্রান্ত সৃষ্টির চেষ্টা করেছিলেন। আদালত আজকে এ বিষয়ে আলোচনা করেছে।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুর রহমান বাংলানিউজকে জানান, ছাত্র-জনতার আন্দোলনে অংশগ্রহণ ও সামাজিক মাধ্যমে প্রচারণার কারণে ২০২৪ সালের ৫ আগস্ট গার্মেন্টস ব্যবসায়ী মেহেদী হাসান রবিনকে অপহরণ করে সাবেক এমপি শিমুলের থানাপাড়ার বাসায় আটকে রাখেন। পরে তাকে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের মামা সোহেল রানা বাদী হয়ে গত বছরের ২৬ আগস্ট সাবেক এমপি শিমুল ও তার সবচেয়ে ঘনিষ্ঠ সহযোগী ছাত্রলীগ নেতা মাসুমসহ ১৩৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। চলতি বছরের গত ১৬ জানুয়ারি গোপন সংবাদের ভিত্তিতে পাবনার রুপপুর থেকে রিয়াজুল ইসলাম মাসুমকে আটক করা হয়। গার্মেন্টস ব্যবসায়ী মেহেদী হাসান রবিন হত্যা মামলায় তাকে জিজ্ঞাসাবাদ করতে আজ দুপুরে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়। এসময় বিচারক দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
ওসি বলেন, রিয়াজুল ইসলাম মাসুম নাটোর সদর উপজেলার বড়হরিশপুর এলাকার বাসিন্দা এবং নাটোর-২ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য মো. শফিকুল ইসলামের (শিমুল) ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত। তিনি গত উপজেলা পরিষদ নির্বাচনে সদরের চেয়ারম্যান প্রার্থী হয়েছিলেন। তার বিরুদ্ধে ছাত্র-জনতার আন্দোলনে হামলা, নির্যাতন, হত্যাসহ সাতটি মামলা আছে। তাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২৫
আরএ