ঢাকা, বুধবার, ১৪ মাঘ ১৪৩১, ২৯ জানুয়ারি ২০২৫, ২৮ রজব ১৪৪৬

জাতীয়

ট্রাম্প নীতির বিশ্বজনীন প্রভাব পড়বে: মুখপাত্র

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৩ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২৫
ট্রাম্প নীতির বিশ্বজনীন প্রভাব পড়বে: মুখপাত্র কথা বলছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম।

ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম জানিয়েছেন, ইউএসএইডের অর্থায়ন বন্ধে বাংলাদেশে প্রভাব পড়বে কি না, তা এখনই বলা সম্ভব নয়।  

মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম জানান, ট্রাম্প নীতির বিশ্বজনীন প্রভাব পড়বে।

ইউএসএইডের বিষয়টি বাংলাদেশের জন্য এটার আলাদা কি প্রভাব পড়বে, এটা আমরা এখনই বলতে পারছি না। আর এটা এখন বলতে যাওয়া মানে খুব তাড়াহুড়া করা।

সোমবার (২৭ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

অভিবাসন ইস্যুতে প্রভাবের বিষয়ে মুখপাত্র বলেন, বাংলাদেশ নিয়মিত অভিবাসন সমর্থন করে। আমি আশা করি, এর মাঝখান থেকে একটা ভালো সমাধান বের হয়ে আসবে। কিন্তু এখনই এটা সম্পর্কে মন্তব্য না করা ভালো।

মার্কিন যুক্তরাষ্ট্রের উন্নয়ন সংস্থা ইউএসএইডের অর্থায়নে বাংলাদেশে বাস্তবায়নাধীন সব প্রকল্প ও কর্মসূচির ব্যয় অবিলম্বে বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে।  

শনিবার (২৫ জানুয়ারি) ইউএসএইড বাংলাদেশ কার্যালয়ের পরিচালক রিচার্ড অ্যারন সংস্থাটির সঙ্গে চুক্তিবদ্ধ সব স্থানীয় উন্নয়ন সংগঠনের জন্য এ নির্দেশনা জারি করে চিঠি দেন।

ইউএসএইড জানিয়েছে, যুক্তরাষ্ট্র আর বাংলাদেশকে সহায়তা দেবে না। তবে জরুরি খাদ্যসহায়তা এবং ইসরায়েল ও মিসরের জন্য সামরিক অর্থায়নকে এ সিদ্ধান্তের বাইরে রাখা হয়েছে।

ভারত-যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে বাংলাদেশ নিয়ে কি আলোচনা হয়েছে জানতে চাইলে মুখপাত্র জানান, আপনারা মিডিয়াতে যেটুকু জেনেছেন, আমিও ততটুকু জানি। ওখানেতো আর আমাদের মিশনের কর্মকর্তারা ছিলেন না।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২৫
টিআর/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।