ঢাকা, বুধবার, ১৪ মাঘ ১৪৩১, ২৯ জানুয়ারি ২০২৫, ২৮ রজব ১৪৪৬

জাতীয়

ফুল ফেলে দেওয়ায় বিদ্যালয়ে ঢুকে কিশোরীকে থাপড়ালেন বহিরাগত যুবক!

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫২ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২৫
ফুল ফেলে দেওয়ায় বিদ্যালয়ে ঢুকে কিশোরীকে থাপড়ালেন বহিরাগত যুবক! ঘটনার পর বিদ্যালয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের সালিশ

গাইবান্ধা: ফুল না নিয়ে ফেলে দেওয়ার অপরাধে বিদ্যালয়ে ঢুকে দশম শ্রেণির এক কিশোরীকে উপর্যুপরী থাপড়ানোর অভিযোগ উঠেছে আলতাসিন মিয়া নামে বহিরাগত এক যুবকের বিরুদ্ধে।

সোমবার (২৭ জানুয়ারি) সকালে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার পবনাপুর এফএম দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিয়ে বিক্ষুদ্ধ শিক্ষার্থী-অভিভাবক ও শিক্ষকদের নিয়ে দিনভর বিদ্যালয়ে সালিশ-দরবার চললেও কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি।

শারীরিক নির্যাতনের শিকার কিশোরী ওই বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।

অন্যদিকে অভিযুক্ত যুবকের নাম আলতাসিন মিয়া। তিনি ওই এলাকার একটি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র এবং স্থানীয় হোমিও চিকিৎসক আব্দুল হাই মিয়ার ছেলে।

ঘটনার প্রত্যক্ষদর্শী কিশোরীর সহপাঠীরা জানায়, নির্যাতনের শিকার শিক্ষার্থীর চাচাতো বোন একই বিদ্যালয়ের নবম শ্রেণিকে পড়ে। ওই শিক্ষার্থীকে দীর্ঘদিন ধরে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল আলতাসিন। যা বরাবরই প্রত্যাখ্যান করে আসছিল মেয়েটি।

গতকাল রোববার (২৬ জানুয়ারি) বিকেলে বিদ্যালয় থেকে থেকে বাড়ি ফিরছিল তারা দুই বোন। পথে স্থানীয় তিন রাস্তার মোড়ে দুই বোনের পথ রোধ করে তাদের হাতে ফুল ধরিয়ে দেওয়ার চেষ্টা করেন আলতাসিন। এ সময় বড় বোন ভুক্তভোগী শিক্ষার্থী তাতে বাধা দেওয়াসহ একপর্যায়ে ফুল মাটিতে ফেলে দেয়। এতে বেশ ক্ষুব্ধ হয় আলতাসিন।

তারা আরও জানায়, ওই ঘটনার জেরে পরদিন সোমবার সকাল সাড়ে ১০টার দিকে বিদ্যালয়ে আসেন আলতাসিন। তিনি মেয়েদের কমন রুমে ঢুকে ওই ছাত্রীকে গতকালের ঘটনার জন্য জিজ্ঞাসাবাদ করতে থাকেন। একপর্যায়ে ওই ছাত্রীকে একের পর এক গালে থাপ্পড় মেরে চলে যান আলতাসিন।

এরপর বিক্ষুদ্ধ শিক্ষার্থী-অভিভাবক ও শিক্ষকদের সমন্বয়ে দিনভর বিদ্যালয়ে সালিশ-দরবার চলে। খবর পেয়ে স্থানীয় হরিণাবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত দুইজন উপপরিদর্শক (এসআই) ঘটনাস্থলে এসে সার্বিক বিষয় অবগত ও মেয়েটির জবানবন্দি নেয়।

এ বিষয়ে দুপুরে সরেজমিনে ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহীন মিয়ার মতামত জানতে চাইলে তিনি কৌশলে বিদ্যালয় ত্যাগ করে মোবাইল ফোন বন্ধ করে রাখেন।

তবে বিদ্যালয়ের সহকারী শিক্ষক নজরুল ইসলাম বলেন, ঘটনার সুষ্ঠু সমাধানের লক্ষ্যে বুধবার সকাল ১১টায় বিদ্যালয়ে এক জরুরি সভা আহ্বান করা হয়েছে।  

বিষয়টি নিশ্চিত করে হরিণাবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক ( ইনচার্জ) জামাল উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আজ সন্ধ্যা পর্যন্ত এ ব্যাপারে কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৮৪৯ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।