ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সিসিক কর্মকর্তা লাঞ্ছিত, প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৭ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৫
সিসিক কর্মকর্তা লাঞ্ছিত, প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

সিলেট: পুলিশের হাতে লাঞ্ছিত হয়েছেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) এক কর্মকর্তা। এ ঘটনায় সিসিক কর্মকর্তা-কর্মচারীরা বিক্ষোভ সমাবেশ করেছেন।



বৃহস্পতিবার (০৮ জানুয়ারি) সকাল পৌনে ১০টায় সিসিক কার্যালয়ের গেইটের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সিটি করপোরেশনের উপসহকারী প্রকৌশলী (যান্ত্রিক) আবুল ফজল খোকন সিসিক কার্যালয়ে তার কর্মস্থলে প্রবেশ করতে চান। পরিচয় দিলেও উপপরিদর্শক (এসআই) বিকাশসহ অন্য পুলিশ সদস্যরা তাকে কার্যালয়ে ঢুকতে বাধা দেন।

এ নিয়ে পুলিশের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে পুলিশ সদস্যরা তার (আবুল ফজল) ওপর চড়াও হন ও লাঠি দিয়ে পিটিয়ে আহত করেন।

এদিকে, ঘটনার প্রতিবাদে সিটি করপোরেশনের কর্মকর্তা ও কর্মচারীরা বেলা সাড়ে ১১টার দিকে সিটি করপোরেশন মিলনায়তনের সামনে বিক্ষোভ সমাবেশ করেছেন।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে কোতোয়ালি থানার উপ পরিদর্শক (এসআই) বিকাশ চন্দ্র দাসসহ পুলিশ সদস্যদের বরখাস্তের দাবি জানাই।

অন্যথায় সিলেট নগরীকে অচল করে দেওয়ার পাশাপাশি সিটি করপোরেশনের সব ধরনের সেবা বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হয়।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সিসিকের কাউন্সিলর রেজওয়ান আহমদ, কাউন্সিলর সালেহা কবীর সেপি, অফিসারস ‍ অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. সুধাময় মজুমদার, সাধারণ সম্পাদক চন্দন দাশ, কর্মচারী অ্যাসোসিয়েশনের সভাপতি আফতাব আলী, সাধারণ সম্পাদক আখতার সিদ্দিকী পাপলু প্রমুখ।

বাংলাদেশ সময়: ১২৫৩ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।