ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

জয়পুরহাটে নাশকতার ঘটনায় ২টি মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৫ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৫
জয়পুরহাটে নাশকতার ঘটনায় ২টি মামলা

জয়পুরহাট: জয়পুরহাটে রেললাইনে নাশকতার চেষ্টা ও আলু বোঝাই ট্রাকে অগ্নিসংযোগের ঘটনায় দু’টি মামলা করেছে সদর থানা পুলিশ।

রেললাইনের নাশকতা চেষ্টার ঘটনায় বৃহস্পতিবার দুপুরে ১৬ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতপরিচয় আরো ১০/১২ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আসিফ মো. সিদ্দিকুল ইসলাম।



একই সময় ট্রাক চালক হেলাল হোসেন বাদী হয়ে ট্রাকে অগ্নিসংযোগের ঘটনায় অজ্ঞাতপরিচয় প্রায় ৫০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

মামলায় উল্লেখ করা হয়েছে- অবরোধের ২য় দিন দিনগত রাত সোয়া ৯টার দিকে একদল দুর্বৃত্ত সদর উপজেলার পুরানাপৈল এলাকায় রেললাইনে নাশকতার চেষ্টা করে।

এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে সদর উপজেলার জলাটুল গ্রামের শফিকুল ইসলামের ছেলে সেলিম রেজা ও একই গ্রামের গোলাম মোস্তফার ছেলে শাকিল হোসেন নামে দুই শিবিরকর্মীকে আটক করে।

অপরদিকে, রাত ১১টার দিকে জয়পুরহাট-বগুড়া সড়কের হিচমী বাজারে আলু বোঝাই একটি ট্রাকে অগ্নিসংযোগ করা হয়।

বৃহস্পদিবার সকালে উড়ি ব্রিজ এলাকায় রেললাইনের প্রায় ৪২ ফিট জায়গার ফিস প্লেট ও প্যান্ডেল ক্লিপ তুলে ফেলায় জয়পুরহাটের সঙ্গে ঢাকা ও রাজশাহী গামী সকল ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে মেরামত শেষে সকাল সোয়া ১০টার দিকে ৪ ঘণ্টা দেরিতে বরেন্দ্র, দ্রুতযান ও তিতুমীর এক্সপ্রেস ট্রেন জয়পুরহাট ও অন্যান্য স্টেশন ত্যাগ করে।  

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ সরকার বাংলানিউজকে জানান, নাশকতার মামলার আসামিদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।  

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।