ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

টেকনাফে ৪৬ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস

ডিস্ট্রিক্ট করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৪ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৫
টেকনাফে ৪৬ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে ৪৬ কোটি ৮১ লাখ ৯৩ হাজার ৬৫০ টাকার মাদক দ্রব্য ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)।

বৃহস্পতিবার দুপুর ২টার দিকে টেকনাফের বিজিবি-৪২ এর কার্যালয়ের সামনের মাঠে এসব ধ্বংস করা হয়।



ধ্বংসকৃত মাদকের মধ্যে ১৫ লাখ ২৩ হাজার ৮৬২টি ইয়াবা, ৩৭ কেজি গাজা, ১৭৩ বোতল ফেনসিডিল, ৮৩১ লিটার দেশীয় তৈরি চোলাই মদ, ১৯ হাজার ৫৮৪টি বিয়ার ক্যান, ৪ হাজার ১১২ বোতল বিদেশি মদ রয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন- কক্সবাজার বিজিবি’র সেক্টর কমান্ডার কর্নেল খালেকুজাম্মান, টেকনাফের বিজিবি-৪২ অধিনায়ক লে. কর্নেল আবু জার আল জাহিদ টেকনাফ উপজেলা সমবায় কর্মকর্তা কবির আহম্মদ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোহাম্মদ ইব্রাহিম খান, টেকনাফ কাস্টমস এক্সসাইজ ও ভ্যাট কর্মকর্তা সুদীপ্ত শেখর দাস প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।