ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

টেকনাফে দুই ডজন মামলার আসামি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২১ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৫
টেকনাফে দুই ডজন মামলার আসামি গ্রেফতার ছবি: প্রতীকী

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে দুই ডজন মামলার পলাতক আসামি ছৈয়দ আকবরকে (৩৬) গ্রেফতার করেছে টেকনাফ থানা পুলিশ।

বৃহস্পতিবার (০৮ জানুয়ারি) বেলা ১২টার দিকে টেকনাফ পৌরসভার জালিয়াপাড়ার আসামির নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

সৈয়দ আকবর একই এলাকার মৃত ওমর ছিদ্দিকের ছেলে।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান খন্দকার বাংলানিউজকে জানান, তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, মাদক পাচার ও ডাকাতিসহ বিভিন্ন ধারায় দুই ডজন মামলা রয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ১৬২১ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।