ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বিচারপতির রেজাউলের বাড়িতে আগুন দেওয়ার ঘটনায় আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৩ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৫
বিচারপতির রেজাউলের বাড়িতে আগুন দেওয়ার ঘটনায় আটক ১ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফেনী: বিচারপতি কাজী রেজাউল হকের ফেনীর গ্রামের বাড়িতে আগুন দেওয়ার ঘটনায়  নিজাম উদ্দিন (৪০) নামের একজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (০৮ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে ফেনী সদরের ধলিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়।



আটক নিজাম সদর উপজেলার ধলিয়া ইউনিয়নের মধ্যম ধলিয়ার রহুল আমিনের ছেলে। তিনি ফেনী ধলিয়ার ইউনিয়ন যুবদলের কর্মী।
 
ফেনী মডেল থানার উপ পরিদর্শক (এসআই) জিয়াউল বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে বলেন, তাকে সন্দেহভাজন ভাবে গ্রেফতার করা হয়েছে। তিনি এ ঘটনায় জড়িত থাকতে পারে।
 
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য গণমাধ্যমে প্রচার নিষিদ্ধ করার ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়ায় বিচারপতি কাজী রেজাউল হকের ফেনীর ধলিয়া ইউনিয়নের মোহাম্মদপুরের গ্রামের বাড়িতে বুধবার ভোরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

বিচারপতির চাচাতো ভাই স্থানীয় রুমেল জানান, ইতোপূর্বে তিনি জামায়াতের নিবন্ধন বাতিলের রায়, জিয়া অরফানেজ ট্রাস্টের মামলার রায়ও ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৭০২ ঘণ্টা, জুনয়ারি ০৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।