ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪১ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৫
সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

হবিগঞ্জ: হবিগঞ্জে আন্তঃনগর জয়ন্তিকা ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ায় সিলেটের সঙ্গে ঢাকাসহ সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা-সিলেট রেলপথের হবিগঞ্জ সদর উপজেলার সুতাং এলাকার ব্রিজের কাছ এ ঘটনা ঘটে।



শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার জাহাঙ্গীর আলম বাংলানিউজকে জানান, হঠাৎ ট্রেনটির ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে এ রুটে রেল যোগাযোগ বন্ধ রয়েছে। ইঞ্জিন মেরামতের চেষ্টা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৯৪৪ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।