ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

জাগো ফাউন্ডেশনের অনলাইনে প্রচারণা 'ব্লাংকেট ড্রাইভ'

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৩ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৫
জাগো ফাউন্ডেশনের অনলাইনে প্রচারণা 'ব্লাংকেট ড্রাইভ'

ঢাকা: শীতে কষ্ট পাওয়া সুবিধাবঞ্চিত মানুষের জন্য অনলাইনে কেনাকাটার সাইট দারাজ বাংলাদেশ ও বেসরকারি সংস্থা ‘জাগো ফাউন্ডেশন’ শুরু করেছে ভিন্ন রকমের প্রচারণা- 'ব্লাংকেট ড্রাইভ'।

৯ জানুয়ারি শুক্রবার থেকে এ ক্যাম্পেইন শুরু হবে।



এ আয়োজনে অংশ নিতে যে কেউ ই-কমার্স সাইট দারাজ বাংলাদেশ থেকে অনলাইনে ২০০ টাকা দামের একটি কম্বল কিনে দান করতে পারবেন। আবার ই-কমার্স সাইটি থেকে ২ হাজার টাকার শপিং অর্ডার প্লেস করলে গ্রাহকের পক্ষ থেকে একটি কম্বল শীতার্ত মানুষের মাঝে বিতরণের জন্য তুলে দেবে দারাজ বাংলাদেশ।

বাংলাদেশের বাজারে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশের আগেই এ উদ্যোগের বিষয়ে সাইটটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান সামিত সিং বলেন, শীতে কষ্ট পাওয়া মানুষের পাশে দাঁড়ানোটা আমাদের কাছে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশের চেয়ে গুরুত্বপূর্ণ মনে হয়েছে। তাই, আমরা ক্যাম্পেইনটি চালু করেছি।

তিনি জানান, যারা ব্যস্ততার কারণে ইচ্ছা থাকার পরেও এ ধরনের সামাজিক কাজে যুক্ত হতে পারেন না, তাদের যুক্ত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

‘জাগো ফাউন্ডেশন’-এর চেয়ারম্যান করবি বলেন, শীতে কষ্ট পাওয়া মানুষের জন্য অনলাইনে কেনাকাটা করা মানুষজন সহজেই যাতে কিছু করতে পারেন; সে জন্য আমরা দারাজের সঙ্গে এ উদ্যোগ নিয়েছি।

আশা করছি, সামর্থ্যবানরা এতে সাড়া দেবেন।

সাড়া দিতে ইচ্ছুকরা ক্লিক করতে পারেন এই সাইটে-  http://www.daraz.com.bd/jaago-donate-a-blanket-6087.html

বাংলাদেশ সময়: ২০২৪ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।