ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ক্রিকেট খেলতে গিয়ে ট্রাক চাপায় মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৪ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৫
ক্রিকেট খেলতে গিয়ে ট্রাক চাপায় মৃত্যু

ঢাকা: ক্রিকেট খেলতে গিয়ে ট্রাক চাপায় মর্মান্তিক মৃত্যু হলো দশম শ্রেণীর ছাত্র জাহিদ হাসান মুন্নার (১৬)। বৃহস্পতিবার (০৮ জানুয়ারি) বিকেলে সে বন্ধুদের সঙ্গে মাঠে খেলা করছিল।

ফিল্ডিং করার সময় একটি বল ধরতে ড্রাইভ দেয় মুন্না। এমন সময় একটি ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়। সঙ্গে সঙ্গে মৃত্যু হয় মুন্নার। প্রিয় খেলা ক্রিকেটই প্রাণ নিলো তার!

কান্না ভরা কন্ঠে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বারান্দায় দাঁড়িয়ে বাংলানিউজকে কথাগুলো বলছিলেন মুন্নার মেজ ভাই আবুল বাহার।

প্রতিদিনকার মতো নারায়ণগঞ্জের কাঁচপুর রিলাইন্স বালুর মাঠে খেলতে গিয়ে ট্রাক চাপায় নিহত হয় মুন্না। বৃহস্পতিবার (০৮ জানুয়ারি) বিকেলে এ ঘটনা ঘটে।

জানা যায়, নিহত জাহিদ হাসান মুন্না স্থানীয় ওমর আলী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র। তার বাবার নাম মোমিন মিয়া। তাদের বাড়ি নারায়ণগঞ্জ, কাঁচপুর পাথাটা গ্রামে।
 
এ বিষয়ে তার মেজ ভাই আবুল বাহার বাংলানিউজকে আরও জানান, প্রতিদিনের মতো কাঁচপুর-সোনারগাঁও রিলাইন্স বালুর মাঠে খেলতে যায় মুন্না। তখন সময় বিকেল সাড়ে ৪টা। ওই মাঠটি ট্রাক স্ট্যান্ড হিসেবে ব্যবহার হয়। ফিল্ডিংয়ের সময় সে দৌড়ে বল ধরতে যায়। সে বল ধরতে ড্রাইভ দিলে একটি ট্রাক ঘুরার সময় তার শরীরের ওপর উঠে যায়। এতে গুরুতর আহত হয় সে।

এরপর তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। এরপর অবস্থার অবনতি ঘটলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে সন্ধ্যা ৭টায় মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে মুন্নার বড় ভাই আবুল খায়ের বাংলানিউজকে বলেন, আমরা বড় দুই ভাই পোশাক কারখানায় চারকি করি। বাসায় মা বেশ অসুস্থ্। বাবা বৃদ্ধ। তিনি কিছু করেন না। অনেক আশা ছিল আমরা চারকি করে ছোট ভাইটিকে পড়ালেখা শিখিয়ে বড় করবো। কিন্তু তা আর পারলাম কোথায়! প্রিয় ক্রিকেট খেলতে গিয়ে মৃত্যু হলো তার!

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ক্যাম্প পুলিশ ইন-চার্জ মোজাম্মেল হক বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।