ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

না’গঞ্জে নাশকতার জন্য আনা ৪টি ছুরি উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৬ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৫
না’গঞ্জে নাশকতার জন্য আনা ৪টি ছুরি উদ্ধার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার চাঁদমারী এলাকা থেকে ৪টি বড় আকারের ছুরি উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (০৮ জানুয়ারি) সন্ধ্যায় এ ছুরি ৪টি উদ্ধার করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গাউছুল আজমের নেতৃত্বে পুলিশের একটি টিম ছুরিগুলো উদ্ধার করে।

ধারণা করা হচ্ছে, নাশকতার জন্য দুর্বৃত্তরা এসব ছুরি এনে রেখেছিল।

গাউছুল আজম বাংলানিউজকে জানান, চাঁদমারী এলাকাতে নারায়ণগঞ্জ মডেল কলেজের পাশে পরিত্যক্ত অবস্থায় এসব ছুরি উদ্ধার করা হয়।

বাংলাদেশ সময়: ২১১৬ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৫ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।