ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নিউ ইউরোপ ম্যাগাজিনে শেখ হাসিনার নিবন্ধ

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৬ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৫
নিউ ইউরোপ ম্যাগাজিনে শেখ হাসিনার নিবন্ধ

ঢাকা: নিউ ইউরোপ ম্যাগাজিনে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নিবন্ধ প্রকাশিত হয়েছে। বেলজিয়ামের ব্রাসেলসভিত্তিক সাপ্তাহিক এ পত্রিকাটিতে বুধবার(৭ জানুয়ারি) our World in 2015 শীর্ষক বিশেষ সংস্করণে এ নিবন্ধটি প্রকাশ করা হয়েছে।



নিবন্ধটিতে প্রধানমন্ত্রী বাংলাদেশের উন্নয়নের পথে এগিয়ে যাওয়ার চিত্র তুলে ধরেছেন। পাশাপাশি সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্র অর্জনে বাংলাদেশের সফলতার কথা বিশেষভাবে উল্লেখ করেছেন।

বাংলাদেশে সব ধরনের পেশায় এগিয়ে যাচ্ছে নারীরা এমনটা উল্লেখ করে প্রধানমন্ত্রী লিখেছেন, রাজনীতি, প্রশাসন, সশস্ত্র বাহিনী, বিচার বিভাগ, প্রযুক্তি, অ্যাভিয়েশন (পাইলট), খেলাধুলা বিশেষ করে ক্রিকেট ও ফুটবল, এমনকি পর্বতারোহণ সব ক্ষেত্রেই এগিয়ে যাচ্ছে নারীরা। বাংলাদেশি নারীরা হিমালয় পবর্তচূড়াও জয় করেছেন।

বিশ্বে বাংলাদেশই সম্ভবত একমাত্র দেশ যে দেশের প্রধানমন্ত্রী, স্পিকার, সংসদ নেতা, উপনেতা ও বিরোধীদলীয় নেতা সবাই নারী। অনেক পশ্চিমা দেশ এ চিত্রের সঙ্গে হয়তো তাদের মেলাতে পারবে না।

তিনি আরও লিখেছেন, বিগত তিন বছরে দেশে নারী কর্মশক্তি ২৪ শতাংশ থেকে ৩৬ শতাংশে উন্নীত হয়েছে। এ সময় আমাদের প্রবৃদ্ধির হার ৬ দশমিক ২ শতাংশ। পোশাক রপ্তানিতে বাংলাদেশ এখন দ্বিতীয় বৃহত্তম দেশ। এই খাতের কর্মশক্তির ৯৬ শতাংশই নারী।

শেখ হাসিনার মূল নিবন্ধটি পড়তে নিচের লিংকে ক্লিক করুন...

2015 is going to be a milestone in world history

বাংলাদেশ সময়: ০১৫৫ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।