ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রাজধানীতে ৩ গুলিবিদ্ধসহ ৫ ডাকাত আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০১ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৫
রাজধানীতে ৩ গুলিবিদ্ধসহ ৫ ডাকাত আটক ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রাজধানীতে তিন গুলিবিদ্ধসহ ৫ ডাকাতকে আটক করেছে পুলিশ। এসময় দুই পুলিশও গুরুতর আহত হয়েছে বলে জানা গেছে।



বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাত ১২টার দিকে রাজধানীর আফতাবনগরের লোহার ব্রিজের পাশে একটি অ্যাপার্টমেন্টের সামনে এ গোলাগুলির ঘটনা ঘটে।

বাড্ডা থানা সহকারী উপ পরিদর্শক (এএসআই) মো. মোজাম্মেল হক বাংলানিউজকে বলেন, রাত সাড়ে এগারটায় খবর পাই যে কয়েকজন ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। পরে দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। পুলিশও আত্মরক্ষার্থে গুলি চালায়। এতে ৩ ডাকাত ও দুই পুলিশ কনস্টেবল গুলিবিদ্ধ হয়।
 
পরে ডাকাতদল গুলি চালিয়ে পালিয়ে গেলেও পুলিশ ঘটনাস্থল থেকে স্বপন (২৭), মাসুম (২৫) ও মনির (২৬) নামের গুলিবিদ্ধ তিন ডাকাতসহ পাঁচ ডাকাতকে আটক করতে সক্ষম হয়। ৩ ডাকাতকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও দুই পুলিশ সদস্যকে পুলিশ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি আরও বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে দুইটি গুলির খোসা, ১টি গুলি, ২টি চাঁপাতি ও ১টি ছোরা উদ্ধার করেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ০৬০০ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।