ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

‘মা, আমি তোমার স্বপ্ন পূরণ করবোই’

রহমত উল্যাহ, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪৩ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৫
‘মা, আমি তোমার স্বপ্ন পূরণ করবোই’ ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ‘মা, আমি বড় হয়ে তোমার সকল ‍দুঃখ ঘোচাবো। তোমাকে আর কষ্ট করতে হবে না।

আমি তোমার স্বপ্ন পূরণ করবোই। ’
 
মাকে দেওয়া কথা বলেই বারবার জ্ঞান হারাচ্ছিলেন রিমার খালা বিলকিছ বেগম। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দিবাগত রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বাংলানিউজকে তিনি এ স্মৃতিচারণ করেন।

রিমা রাজধানীর ইডেন মহিলা কলেজের অনার্স (সম্মান) হিসাববিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী। বৃহস্পতিবার রাতে রাজধানীর কাটাবন মোড়ে ট্রাকের ধাক্কায় মৃত্যু হয় রিমার।
 
রিমা মাদারীপুর জেলার কালকিনি উপজেলার রঞ্জনপুর গ্রামের হাবিবুর রহমান ও মনি বেগমের একমাত্র মেয়ে। রিমার মা ঢাকায় একটি গার্মেন্ট কারখানায় চাকরি করে।

বিলকিছ বাংলানিউজকে বলেন,‘রিমার বাবা থেকেও নেই। মনি রিমাকে বুকে আঁকড়ে বাঁচতে চেয়েছে। তাই তো সারাজীবন দুঃখ-কষ্ট সয়ে রিমাকে মানুষ করতে চেয়েছে। ’
 
তিনি বলেন,‘ রিমার মুখের দিকে তাকিয়ে আর সংসারও বাঁধলেন না। স্বপ্ন ছিল রিমা বড় হলে তার দুঃখ ঘুচবে। রিমাও মায়ের স্বপ্ন ঘোচাতে বিভর ছিল। ’
 
বিলকিছ বলেন,‘ ভালো ছাত্রী বলে রিমা এক চ্যান্সে পাস করে ইডেনে ভর্তি হয়। খরচ বেড়ে গেছে বলে রিমা ফার্মগেট তেজকুনি পাড়া ঋষি মনি ছাত্রী হোস্টেলে চাকরি করতো। ’
 
তৃতীয় বর্ষের পরীক্ষা বলে মাত্র ক’দিন আগে চাকরিটা ছাড়ল রিমা। মায়ের বাড়তি কষ্ট হবে বিধায় খুবই কষ্ট করে চলতেন বলে জানালেন বিলকিছ।
 
দু’দিন আগেও রিমা মাকে বলেছে,‘ মা, তোমার স্বপ্ন আমি পূরণ করবোই। তোমাকে আর চাকুরি করতে হবে না। আমিই দেখিয়ে দেব, বাবা ছাড়াও মা অনেক কিছু করতে পারে। ’
 
‘ও রিমা রে, তোকে ছাড়া মনি কিভাবে থাকবে বলে জ্ঞান হারায় বিলকিছ বেগম। ’ বলতে থাকে,‘ আমাকে আর কিছু জিজ্ঞাসা করবেন না। আমার বোনের স্বপ্ন তো মর্গে শুয়ে আছে। ’
 
বিলকিছ বলেন,‘ মনি রিমার লাল শাড়ি পরা মরদেহ কিভাবে নেবে। কিভাবে ঘুমাবে ভাই বলতে পারেন? সড়কে মরল অথচ গাড়িটা পর‌্যন্ত আটক হল না?’
 
মর্গে লাল শাড়ি পরা নিথর দেহ পরে আছে দুঃখী মনির আদরের রিমার। কাঁদো কাঁদো কণ্ঠে রিমার মামা পরিচয়ে এক যুবক জানান,‘ বংশের সবাই রিমাকে সংগ্রামী বলে ডাকত। ’
 
তিনি বলেন,‘ মনির শেষ সম্বল কেড়ে নিল পাষাণ ট্রাক। মনির কি হবে! ও রিমা, রিমা, ওঠ, দেখ তোর মাকে সান্ত্বনা দে?’
 
রিমার কলেজ জীবনের বন্ধু পরিচয়দানকারি ইমন বাংলানিউজকে বলেন,‘ রিমা আমার ভালো বন্ধু। ছোটবেলা থেকেই রিমা খুবই মেধাবী। তার মৃত্যুর কথা কোনদিন ভুলব না। ’
 
ইমন বলেন,‘ যাত্রাবাড়ীর কাজলায় এক জন্মদিনের দাওয়াত খেয়ে মোটরসাইকেলে করে বাসায় ফেরার সময় কাটাবন মোড়ে বেপরোয়া গতির একটি ট্রাক ধাক্কা দেয়। ’
 
পরে স্থানীয়রা আমাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রিমাকে মৃত ঘোষণা করেন।
 
** কাটাবনে ট্রাকের ধাক্কায় ইডেনছাত্রী নিহত

বাংলাদেশ সময়: ০৬৩৫ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।