ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

শিশু আল আমিন বাঁচতে চায়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৮ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৫
শিশু আল আমিন বাঁচতে চায়

খুলনা: শিশু আল আমিন খান (৮) বাঁচতে চায়। কিডনির জটিল রোগে আক্রান্ত হয়ে সে এখন মৃত্যুশয্যায়।

কিন্তু প্রয়োজনীয় অর্থের অভাবে তার সুচিকিৎসা হচ্ছে না।

আল আমিনের পিতা খুলনার শিপইয়ার্ড এলাকার জিন্নাহপাড়া ৭ম গলির নিবাসী আব্দুস ছাত্তার খান মাছ কোম্পানির একজন শ্রমিক ও মাতা মনোয়ারা বেগম একজন গৃহিণী। তাদের সামান্য আয়ে সন্তানের ব্যয়বহুল এ চিকিৎসার ব্যবস্থা করতে না পারায় সমাজের বিত্তবান ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাহায্য কামনা করেছেন।

কিডনি রোগে আক্রান্ত আল আমিন খানের প্রয়োজন জরুরি উন্নত চিকিৎসা। সেজন্য প্রয়োজন বিপুল অর্থের।

শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা পর তার জরুরি ভিত্তিতে অপারেশনের কথা বলেছেন চিকিৎসক। কিন্তু ব্যয়বহুল অপারেশনে প্রয়োজনীয় বিপুল অর্থের যোগান দেওয়াতো দূরের কথা, অসহায় পিতা-মাতা তাদের সন্তানের ওষুধ কিনতে গিয়েও আজ সহায়-সম্বলহীন পড়েছেন।

মাছ কোম্পানির সামান্য শ্রমিক পিতা তার অসুস্থ সন্তানের চিকিৎসার ব্যবস্থার জন্য প্রধানমন্ত্রী ও সমাজের সকল সহৃদয় মানুষের সহায়তা কামনা করেছেন।

সাহায্য পাঠানোর ঠিকানা: আব্দুস ছাত্তার খান, হিসাব নং- ৩৪০৩৭৪৮৫, অগ্রণী ব্যাংক, লিয়াকতনগর  (দাদা ম্যাচ) শাখা, খুলনা।

বাংলাদেশ সময়: ১৯৩৮ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।