ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মেঘনা নদীর ভাঙনরোধে কাজ করছে সেনাবাহিনী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৩ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৫
মেঘনা নদীর ভাঙনরোধে কাজ করছে সেনাবাহিনী

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের কমলনগর ও রামগতি উপজেলায় মেঘনা নদীর ভাঙনরোধে ১৯৮ কোটি টাকা ব্যয়ে বাঁধ নির্মাণ কাজ শুরু হয়েছে। সেনাবাহিনীর চট্রগ্রাম বিভাগীয় ১৯ ব্যাটালিয়নের ইঞ্জিনিয়ারিং কোর এ বাঁধ নির্মাণ করছে।


 
শনিবার (১০ জানুয়ারি) বিকেলে রামগতি উপজেলা কমপ্লেক্সের সামনে কাজের উদ্ধোধন করেন লক্ষ্মীপুর-৪ (কমলনগর-রামগতি) আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল মামুন।  
 
এ সময় উপস্থিত ছিলেন- প্রকল্প পরিচালক ও চট্রগ্রাম বিভাগের ১৯ ব্যাটালিয়ন ইঞ্জিনিয়ারিং কোরের লে. কর্নেল তানভির, প্রকল্প কর্মকর্তা মেজর সরদার ইকবাল হোসেন, রামগতি উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক আবদুল ওয়াহেদ, রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা দেলোয়ার হোসেন, উপজেলা যুবলীগ সভাপতি মেজবাহ উদ্দিন হেলাল প্রমুখ।
 
সংশ্লিষ্টরা জানায়, মেঘনা নদীর ভাঙনরোধে রামগতি-কমলনগর পর্যন্ত ৩৭ কিলোমিটার এলাকায় ১৩’শ কোটি টাকার বাঁধ নির্মাণ প্রকল্প অনুমোদন করে একনেক।  
 
সম্প্রতি ওই প্রকল্পের সাড়ে ৫ কিলোমিটার এলাকায় বাঁধ নির্মাণের জন্য ১শ’ ৯৮কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। পর্যায়ক্রমে ৩৭ কিলোমিটার এলাকায় বাঁধ নির্মাণ করা হবে। এ প্রকল্প বাস্তবায়ন করতে সময় লাগবে পাঁচ বছর।  
 
বাংলাদেশ সময়: ২০৩৩ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।