ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

পঞ্চগড়ে গাড়ি চাপায় শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫২ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৫
পঞ্চগড়ে গাড়ি চাপায় শিশুর মৃত্যু ছবি: প্রতীকী

পঞ্চগড়: পঞ্চগড়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) গাড়ি চাপায় রাতুল (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় পঞ্চগড়-তেতুলিয়া মহাসড়কের ৪ মাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।


 
নিহত শিশু রাতুল সদর উপজেলার পঞ্চগড় ইউনিয়নের ভুষিভিটা গ্রামের আব্দুর রশিদের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায়, পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের ১০/১৫টি গাড়ির একটি বহর বাংলাবান্ধা স্থলবন্দর থেকে ফিরছিল। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শিশু রাতুল রাস্তা পার হওয়ার সময় গাড়ির নিচে চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।

এদিকে, দুর্ঘটনা পরপরই স্থানীয় লোকজন ঘটনাস্থলে এসে রাস্তায় বাঁশ ফেলে যানবাহন চলাচল বন্ধ করে দেয়। পরে সাবেক সংসদ সদস্য মজাহারুল হক প্রধান, পঞ্চগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিনুল ইসলাম ও পঞ্চগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুল হক ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীকে ‍শান্ত করেন।
 
পঞ্চগড় থানার ওসি মো. মোমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এ বিষয়ে পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল হক বাংলানিউজকে জানান, দুর্ঘটনাটি অনাকাঙ্খিত। শিশুটি দৌড় দিয়েছিল। তারপরও মানবিক কারণে বিষয়টি আমরা বিবেচনায় রেখেছি।

বাংলাদেশ সময়: ২০৫৩ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।