ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মহেশপুরে দুর্বৃত্তদের হামলায় বাবা-ছেলে গুলিবিদ্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৯ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৫
মহেশপুরে দুর্বৃত্তদের হামলায় বাবা-ছেলে গুলিবিদ্ধ

ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুর উপজেলার পদ্মপুকুর গ্রামে অজ্ঞাতপরিচয় বন্দুকধারীদের গুলিতে মিজান সরকার ও ছেলে অভি সরকার (২১) গুলিবিদ্ধ হয়েছেন।

শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাজার থেকে বাড়ি ফেরার পথে তাদের ওপর এ হামলা হয়।



মহেশপুর উপজেলার দত্তনগর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মিজান ও তার ছেলে অভি পদ্মপুকুর বাজারের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। বাড়ির কাছাকাছি পৌঁছানো মাত্র একদল দুর্বৃত্ত টর্চ লাইট মেরে তাদের লক্ষ্য করে গুলি চালায়। এতে গুলিবিদ্ধ হয়ে তারা ছিটকে পড়েন।

এ সময় গুলির শব্দে স্থানীয়রা ছুটে এসে তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। সেখানে তাদের স্বাস্থ্যের অবনতি ঘটলে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত হোসেন বাংলানিউজকে জানান, গ্রামের এক ব্যক্তির সঙ্গে জমিজমা নিয়ে মিজান সরকারের বিরোধ ছিলে। সেই স‍ূত্র ধরে এ হত্যাচেষ্টা হয়েছে কিনা পুলিশ খতিয়ে দেখছে।

এদিকে, মহেশপুর উপজেলা বিএনপির নেতা মহিউদ্দীন গুলিবিদ্ধ মিজান সরকারকে বিএনপি কর্মী দাবি করে বলেন, জিয়াউর রহমানের সরকারের সময় মিজান গ্রাম সরকারের সদস্য ছিলেন। তিনি অবিলম্বে দুর্বৃত্তদের গ্রেফতারের দাবি জানান।

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।